করোনার কারণে চুমু, হাত মেলানো বন্ধ!
বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে৷ এর বিস্তার ঠেকাতে বিভিন্ন দেশ সম্ভাষণে পরিবর্তন আনতে তাদের নাগরিকদের পরামর্শ দিয়েছে৷
চীন
হ্যান্ডশেকের পরিবর্তে নিজের দুই হাত একসঙ্গে জড়ো করার পরামর্শ দেয়া হয়েছে৷ এছাড়া চীনে হ্যালো বলার যে ঐতিহ্যবাহী উপায় ‘গং শৌ’- এক হাতের তালুতে অন্য হাতের মুঠা দিয়ে আঘাত করা (ছবিতে যেমনটা দেখা যাচ্ছে)- সেটি নিয়মিত করার পরামর্শ দেয়া হচ্ছে৷
ফ্রান্স
ফরাসিরা সাধারণত গালে চুমু খেয়ে সম্ভাষণ জানান৷ কিন্তু করোনা ভাইরাসের যুগে সেটি এড়িয়ে চলতে সংবাদপত্রে নিয়মিত বিজ্ঞাপন দেয়া হচ্ছে৷ এর পরিবর্তে মানুষের চোখের দিকে তাকিয়ে সম্ভাষণ জানানোর পরামর্শ দিয়েছেন শিষ্টাচার বিশেষজ্ঞ ফিলিপ লিশটফুস৷
ব্রাজিল
ক্যাফেনসমৃদ্ধ পানীয় ‘মাটে’ সাধারণত মেটাল স্ট্র (ছবি) দিয়ে পান করা হয়৷ ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় নাগরিকদের এই স্ট্র শেয়ার না করার পরামর্শ দিয়েছে৷ এছাড়া সম্ভাষণ হিসেবে চুমু না খাওয়ারও পরামর্শ দেয়া হয়েছে৷
জার্মানি
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফারের সঙ্গে হ্যান্ডশেক করতে হাত বাড়িয়েছিলেন৷ কিন্তু সেহোফার তাঁর হাত না বাড়িয়ে ম্যার্কেলের সঙ্গে শুধু হাসি বিনিময় করেছেন৷ পরিস্থিতি বুঝতে পেরে ম্যার্কেলও তাঁর হাত শূন্যে তুলে আসনে বসে পড়েন৷
স্পেন
সামনেই ইস্টার৷ সেই সময় ভার্জিন মেরির ভাস্কর্যে চুমু খাওয়া স্পেনের একটি এতিহ্য৷ তবে করোনা ভাইরাসের কারণে এবার সেটি নিষিদ্ধ করা হতে পারে বলে আভাস দিয়েছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তা ফার্নান্দো সিমোন৷
রোমানিয়া
বসন্তের শুরুতে মার্জিসর উৎসবে মেতে ওঠেন রোমানিয়ার নাগরিকরা৷ এই সময় সাধারণত ছেলেরা মেয়েদের ফুল ও তাবিজ দিয়ে থাকেন, সঙ্গে একটি চুমু৷ কিন্তু এবার সরকারের পক্ষ থেকে শুধু ফুল আর তাবিজই দিতে বলা হয়েছিল, চুমু নয়!
ইরান
সম্প্রতি দেশটিতে একটি ভিডিও ভাইরাল হয়েছে৷ এতে দুই বন্ধুকে মাস্ক পরে পরস্পরের পায়ে পা লাগিয়ে সম্ভাষণ জানাতে দেখা যাচ্ছে৷ লেবাননের আরেক ভিডিওতেও সংগীত শিল্পী রাঘেব আলামাকে কমেডিয়ান মিশেল আবুর সঙ্গে একইভাবে সম্ভাষণ করতে দেখা গেছে৷ সেই সঙ্গে তাঁরা মুখে চুমুর শব্দ করেছেন৷
নিউজিল্যান্ড
ওয়েলিংটন পলিটেকনিক ইন্সটিটিউট সম্প্রতি নতুন শিক্ষার্থীদের সম্ভাষণের সময় মাওরি নিয়ম (নাকের সঙ্গে নাক ঘষা) পরিহার করতে স্টাফদের পরামর্শ দিয়েছে৷ এর পরিবর্তে মাওরি গান গাইতে বলা হয়েছে৷ আরো কয়েকটি প্রতিষ্ঠানও এমন পদক্ষেপ নিয়েছে৷
অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাড হ্যাজার্ড হ্যান্ডশেকের পরিবর্তে হাতের পেছনে মৃদু আঘাত করার পরামর্শ দিয়েছেন৷ সেই সঙ্গে চুমু খাওয়ার সময় সতর্ক থাকতে বলেছেন তিনি৷
সংযুক্ত আরব আমিরাত
কাতার ও সংযুক্ত আরব আমিরাত তাদের নাগরিকদের ‘নাকে নাক’ লাগিয়ে সম্ভাষণ না করার পরামর্শ দিয়েছে৷ এছাড়া হ্যান্ডশেকের পরিবর্তে ‘হাত নাড়িয়ে’ সম্ভাষণ করতে বলা হয়েছে৷