করোনার কবল থেকে বেরিয়ে আসছে হুবেই
যেখান থেকে প্রথমে ছড়াতে শুরু করেছিল নভেল করোনা ভাইরাস, চীনের সেই হুবেই প্রদেশ লকডাউন থেকে মুক্ত হচ্ছে। উহানেও শুরু হয়েছে মুক্তির প্রস্তুতি। দেখুন ছবিঘরে...
সেই হুবেই
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশেই প্রথম হানা দিয়েছিল করোনা ভাইরাস। এই প্রদেশের উহান শহরের মানুষ সবার আগে এবং সবচেয়ে বেশি আক্রান্ত হয় এই ভাইরাসে। তাই গত জানুয়ারিতে এক মাঝরাতের ঘোষণায় সবার আগে লকটাউন করা হয় উহানকেই। তারপরে লকডাউনের আওতায় ধীরে ধীরে আসে পুরো প্রদেশ।ছবিতে সংক্রমণমুক্ত হবার পর রোগীদের হাসপাতাল ছাড়ার দৃশ্য৷
খুলছে হুবেই
এই প্রদেশে প্রায় পাঁচ কোটি মানুষের বাস।মঙ্গলবার রাত থেকে ধীরে ধীরে পুরো প্রদেশই আবার খুলে দেয়া হবে। ফলে সেখানে বাইরে থেকে কেউ যেতে পারবেন, সেখান থেকে কেউ বের হতেও পারবেন। শর্ত একটাই- মেডিকেল সার্টিফিকেট থাকতে হবে। ছবিতে সব রোগী চলে যাওয়ার পর হাসপাতাল পরিষ্কার করার মুহূর্ত৷
উহান এখনই নয়
অবশ্য হুবেই প্রদেশের রাজধানী উহান আগামী ৮ এপ্রিলের আগে খুলছে না।
মুক্তির প্রস্তুতি
তবে প্রায় দুই সপ্তাহ হাতে থাকতেই মুক্তির প্রস্তুতি শুরু করেছে উহান। শুরু হয়েছে রাস্তাঘাট জীবাণুমুক্ত করার কাজ।
ঝকঝকে জীবাণুমুক্ত রেলস্টেশন
রেলস্টেশনও জীবাণুনাশক ছিটানোর ধুম পড়েছে।
বিশ্রামাগারে পরিচ্ছন্নতা অভিযান
উহান রেল স্টেশনের ওয়েটিং রুমে চলছে সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত করার অভিযান।
কাজের ফাঁকে খাওয়া
লকডাউন চলার সময়ও উহানের ডংফেং হোন্ডা কারখানা খোলা ছিল। তবে কাজের সময় চূড়ান্ত সর্তকতা অবলম্বন করতে হয়েছে কর্মীদের। এভাবে পরস্পরের চেয়ে নিরাপদ দূরত্বে বসে খাবারও খেতে হচ্ছে তাদের।
শাক/সবজির জন্য অপেক্ষা
অনলাইনে অর্ডার করা শাক/সবজি নেয়ার অপেক্ষায় উহানের একটি এলাকার মানুষ৷