আলোচনা হলো, এখনতো খবর মানেই করোনা। বিশ্ব গণমাধ্যমে এ ছাড়া আর কোনো খবর নেই। এই সময়ের আগে গণমাধ্যমে কী ধরনের খবর প্রকাশিত বা প্রচারিত হতো তা নিয়ে একটা 'কন্টেন্ট অ্যানালিসিস' বা আধেয় বিশ্লেষণ করা যেতে পারে। করোনার কারণে এখন যেহেতু খেলাধুলা বন্ধ, হলিউড বন্ধ, স্টক মার্কেটও করোনায় আক্রান্ত, তাই খবর এখন একরকমভাবে অন্যরকম।
সত্যিই তো। কিছু না ঘটলে খবর হবে কী করে! অবশ্য একেবারে যে নেই, তা বোধ হয় ঠিক নয়। এখন খেলার ফল কিংবা নতুন সিনেমা মুক্তির সংবাদ না থাকলেও তারকারা কোয়ারান্টিনের সময় ঘরে বসে কী করছেন সেই খবর পাওয়া যাচ্ছে। এছাড়া করোনা মোকাবিলায় কয়েকজন তারকার সহায়তার হাত বাড়ানোর খবরও বেরিয়েছে।
কিছুক্ষণ ভেবে ব্লগ লেখার সিদ্ধান্ত নিলাম। তার আগে ঘণ্টাখানেকের জন্য় (বিশ্ববিদ্য়ালয় শিক্ষকদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি) আধেয় বিশ্লেষণ করতে বসলাম। সহজলভ্য হওয়ায় বেছে নিলাম ডেইলি স্টার, সমকাল আর বাংলাদেশ প্রতিদিনের ই-পেপার।
৮ মার্চ বাংলাদেশে সরকারিভাবে প্রথম করোনা আক্রান্তের খবর প্রকাশের দশদিন আগে থেকে আজ ৩০ মার্চ পর্যন্ত পত্রিকা তিনটির শীর্ষ খবর কোনগুলো ছিল, তা দেখা শুরু করলাম।
দেখলাম ৯ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত তিনটি পত্রিকারই লিড খবর ছিল মূলত করোনা। মাঝে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও তার পরদিন ১৮ মার্চ জন্মদিন পালনের খবর লিড করা হয়েছিল।
তবে ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও তার পরদিন এই দিবস পালনের খবরকে শীর্ষ খবর হিসেবে বিবেচনা করেনি ডেইলি স্টার ও বাংলাদেশ প্রতিদিন। ডেইলি স্টারে ২৬ মার্চ লিড স্টোরি ছিল তার আগের সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ। আর ২৭ মার্চ প্রথম লিড করা হয় করোনার কারণে শুরু হওয়া ছুটির প্রথম দিন কেমন কাটলো সেই খবর। যদিও দ্বিতীয় লিডে জনমানুষশূন্য জাতীয় স্মৃতিসৌধের ছবি ছেপে এবার অন্য়রকম স্বাধীনতা দিবস পালনের বিষয়টি তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ প্রতিদিনের ঐ দুই দিনের মূল খবর ডেইলি স্টারের মতোই ছিল।
সমকাল অবশ্য দুই দিনই স্বাধীনতা দিবসের খবর লিড করেছে।
এবার আসি বাংলাদেশে করোনা আক্রান্তের খবর প্রথম জানাজানি হওয়ার ১০ দিনের আগে পত্রিকা তিনটির মূল খবর কী ছিল সেই বিষয়ে।
স্বাভাবিকভাবেই ঐ সময় মূল খবরে একেকদিন একেক বিষয় উঠে এসেছে।
শুরু করছি ডেইলি স্টার দিয়ে। এই সময়ে মূল শিরোনামগুলো ছিল বিদ্যুতের দাম বৃদ্ধি (২৮ ফেব্রুয়ারি), ওয়াসার পানির দাম বৃদ্ধি (২৯ ফেব্রুয়ারি), করোনার কারণে বিমান চলাচল কমে যাওয়া (১ মার্চ), মোহাম্মদপুর জেনেভা ক্য়াম্পে ইয়াবা সম্রাট ইশতিয়াকের ফিরে আসা (২ মার্চ), একটি বন্দুকযুদ্ধে সন্দেহভাজন সাত রোহিঙ্গা ডাকাতের নিহত হওয়া (৩ মার্চ), যমুনা নদীতে বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণের খরচ ৭২ শতাংশ বেড়ে যাওয়া (৪ মার্চ), করোনার প্রস্তুতি চূড়ান্ত বলে সরকারের দাবি (৫ মার্চ), করোনা মোকাবিলায় সরকারের প্রস্তুতিতে বিশ্লেষকদের ত্রুটির অভিযোগ (৬ মার্চ), বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ (৭ মার্চ) এবং নারী দিবস (৮ মার্চ)।
একই সময় (২৮ ফেব্রুয়ারি-৮ মার্চ) সমকালের মূল শিরোনামে নকল পণ্য, সাগর-রুনি হত্যাকাণ্ড,আরপিও সংশোধনে ইসির প্রস্তাব, মধ্যপ্রাচ্যে বাংলাদেশি শ্রমিকদের অবস্থা ইত্যাদি বিষয় উঠে এসেছে।
আর বাংলাদেশ প্রতিদিনে আলোচিত বিষয়গুলো ছিল পদ্মা সেতু, পাপিয়া, রাজস্ব সংক্রান্ত মামলা, সাগর-রুনি হত্যাকাণ্ড, অর্থপাচার, শিশুপাচার, নারীপাচার, মাদকপাচার, অবৈধ অর্থবিত্তের মালিক হওয়া নেতা ও গডফাদারদের বিরুদ্ধে অভিযান, নারী দিবস ইত্যাদি।
তিন পত্রিকার এই তালিকা পুরো গণমাধ্যমের চিত্র তুলে ধরার জন্য অবশ্যই যথেষ্ট নয়। তবে করোনার কারণেই সাহস নিয়ে বলা যায় যে, অন্য গণমাধ্যমগুলোর পরিস্থিতি কমবেশি এখন এমনই।