1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে সাইকেল চালকদের পোয়াবারো

২ জুলাই ২০২০

করোনা সংকটের সময় বিশ্বের প্রায় সব ছোটবড় শহরের পথঘাট অনেক খালি হয়ে গেছে৷ বার্লিনে সাইকেলচালকদের পথ আরও চওড়া করে সামাজিক ব্যবধান নিশ্চিত করা গেছে৷ পরিবহণ ব্যবস্থায় এমন পরিবর্তন স্থায়ী করার স্বপ্ন দেখছেন অনেকে৷

https://p.dw.com/p/3eg7S
Deutschland | Lieferando| Fahrradkurier
ছবি: imago images/photothek

করোনা মহামারির শুরু থেকে বার্লিনের রাজপথে গাড়িঘোড়া নাটকীয় মাত্রায় কমে গেছে৷ ৪০ শতাংশ কম গাড়ি পথে নামছে৷ অন্যদিকে সাইকেলই যাতায়াতের প্রধান মাধ্যম হয়ে উঠেছে৷ খালি রাস্তায় সাইকেল চালানোর জায়গাও বেড়ে গেছে৷ বার্লিন পৌরসভার কর্মকর্তা ফেলিক্স ভাইসব্রিশ পথের উপর নতুন রেখার প্রতি নজর আকর্ষণ করে মনে করিয়ে দিয়েছেন যে সাইকেলের জন্য নির্দিষ্ট পথ আগে কত সংকীর্ণ ছিল

বার্লিনের ক্রয়েৎসব্যার্গ ও সংলগ্ন এলাকার পথঘাট ও পার্ক দফতরের প্রধান ফেলিক্স ভাইসব্রিশ করোনা মহামারির শুরু থেকে সাইকেলের জন্য নতুন ও আরও চওড়া পথ খুলে চলেছেন৷ মানুষের সুরক্ষার জন্য এমন পদক্ষেপ জরুরি বলে তিনি মনে করেন৷ ভাইসব্রিশ বলেন, ‘‘ভেবে দেখুন, কেউ যদি এখানে ধীরে সাইকেল চালিয়ে যেতে যেতে অন্য একজনকে ওভারটেক করে, তখন আর দেড় মিটার ব্যবধান রাখা সম্ভব নয়৷ অর্থাৎ বর্তমান অবস্থায় চওড়া সাইকেলের পথ চাই৷''

মহামারির কারণে পৌর কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে হয়েছে, এমনকি স্থানীয় পৌর পরিষদেরও অনুমোদন নেওয়া সম্ভব হয় নি৷ তবে এ ক্ষেত্রে কোনো আইন ভাঙা হয় নি৷

করোনায় জনপ্রিয় হচ্ছে সাইকেল

কিন্তু গাড়ির দেশ জার্মানিতে সবাই এমন পদক্ষেপে মোটেই সন্তুষ্ট নয়৷ বিশেষ করে সিডিইউ দলের স্থানীয় শাখা ক্ষোভ প্রকাশ করেছে৷ দলের স্থানীয় নেতা টিমুর হুসেইন মনে করেন, ‘‘আমার কাছে এই পদক্ষেপ একেবারেই উপযুক্ত নয়৷ গাড়িচালকদের বিরুদ্ধে এমন পদক্ষেপের ফলে সাইকেল চালকদেরও আদৌ কোনো উপকার হচ্ছে না৷ এটা সবুজ দলের ভাবাদর্শ মাত্র৷ তারা গাড়ি ঘৃণা করে৷''

আন্টিয়ে হাইনরিশের মতো সাইকেল চালক অবশ্য এমন পদক্ষেপের কারণে খুব খুশি৷ তিনি বহুকাল ধরে পরিবহণের ক্ষেত্রে পরিবর্তন আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ সাইকেল চালক হিসেবে কত কম জায়গায় কেরামতি করতে হয়, প্রতিবার তিনি তা হাড়ে হাড়ে টের পান৷ আন্টিয়ে বলেন, ‘‘ঠিক এটাই বলতে চাই৷ বার্লিনে এমনটা প্রায়ই ঘটে৷ খুবই বিপজ্জনক, কারণ আমাকে বাইক লেনের উপর রাখা গাড়ির পাশ কাটিয়ে সাইকেল চালাতে হয়৷''

করোনা সংকটের জের ধরে পরিবহণ ব্যবস্থা ঢেলে সাজানোর সুযোগ দেখছেন আন্টিয়ে৷ গাড়ি কমিয়ে পথচারি ও সাইকেল চালকদের জন্য আরও জায়গা চান তিনি৷ আন্টিয়ে হাইনরিশ বলেন, ‘‘কম গাড়ি থাকলে কী হবে, আমি সারাক্ষণ সে কথা ভেবে চলেছি৷ যেমন এখানে গাড়ির পার্কিংয়ের বদলে আমরা ফুলগাছ লাগাতে পারি, ক্যাফের চেয়ার রাখতে পারি, শিশুদের খেলার জায়গা তৈরি করতে পারি৷''

এমন স্বপ্ন এখনো বাস্তব হয়ে ওঠে নি বটে, তবে সংকটের সময় বার্লিন শহর জুড়ে সাইকেল চালকদের জন্য বেশ চওড়া পথের ব্যবস্থা করা হয়েছে৷ এসেন ও স্টুটগার্টের মতো শহরেও মহামারি সামলাতে সাইকেলের পথ চওড়া করা হয়েছে৷

লিন্ডা ফিয়ারএকে/এসবি

২০১৯ সালের ছবিঘরটি দেখুন