করোনা সংকটে ধুকছে এয়ারলাইনস
৫ এপ্রিল ২০২০তাদের এ পরিকল্পনায় এক লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হবেন৷ করোনা ভাইরাসের কারণে ইউরোপের বেশিরভাগ দেশে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে৷ অভ্যন্তরীণ বিমান চলাচলও প্রায় বন্ধ হয়ে যাওয়ায় জার্মানির লুফথান্সা ও যুক্তরাজ্যের ব্রিটিশ এয়ারওয়েজকে কোটি কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে৷
এ ধকল সামলে উঠতে বৃহস্পতিবার এয়ারলাইন দুটি এক লাখের বেশি কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর পরিকল্পনার কথা ঘোষণা করে৷
ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, তারা এর মধ্যে প্রায় ৩২ হাজার কর্মীর চুক্তি মে মাস পর্যন্ত স্থগিতের বিষয়ে তাদের শ্রমিক ইউনিয়নের সঙ্গে কথা বলেছে৷
এয়ারলাইনটির পাইলটদের বেতন আগেই অর্ধেক করে ফেলা হয়েছে৷ এবার ব্রিটিশ সরকারের ঘোষণা করা ফারলো স্কিম এর অধীনে কেবিন ও গ্রাউন্ড ক্রু, প্রকৌশলী এবং অফিস কর্মীদের চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে তারা৷ করোনা সংকটে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর জন্যই ব্রিটিশ সরকার ফারলো স্কিম ঘোষণা করেছে৷ স্কিমের অধীনে ক্ষতিগ্রস্ত কর্মীরা বেতনের ৮০ শতাংশ পাবেন৷
এদিকে, জার্মানির ফ্ল্যাগক্যারিয়ার লুফথান্সা বিশ্বজুড়ে তাদের ৮৭ হাজার কর্মীর কর্মঘণ্টা কমিয়ে দিয়েছে৷ সরকারের সমর্থন নিয়েই তারা এটা করেছে৷
যার ফলে তাদের ৬০ শতাংশ কর্মীর আয় ব্যাপকভাবে কমে যাবে৷ এই সংখ্যা প্রায় ৬২ হাজার, যাদের মধ্যে কেবিন ক্রু, গ্রাউন্ড ক্রু এবং পাইলটসহ সবাই আছেন৷
লুফথান্সার ৭৬৩টি উড়োজাহাজের মধ্যে প্রায় ৭০০টি বসে আছে৷
কোম্পানির প্রধান নির্বাহী কারস্টেন স্পোয়া গত মাসেই সতর্ক করে বলেছিলেন, "সংকট যত দীর্ঘস্থায়ী হবে, বিমানপরিবহন ব্যবস্থার ভবিষ্যত তত খারাপ হবে৷ রাষ্ট্রের সহায়তা ছাড়া এই খাতের অস্তিত্ব রক্ষা তত অনিশ্চিত হয়ে পড়বে৷ ”
বৈশ্বিক সংকট
করোনা ভাইরাসের কারণে শুধু জার্মানি বা যুক্তরাজ্যের বিমান পরিবহণ খাতেরই নাজুক অবস্থা নয়৷ বরং পুরো বিশ্বজুড়ে একই অবস্থা দেখা যাচ্ছে৷
গত সপ্তাহে অস্ট্রেলিয়ার ‘কোয়ান্টাস এয়ারওয়েজ' ২০ হাজার কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে৷ যা তাদের মোট কর্মীবাহিনীর দুইতৃতীয়াংশ৷ ব্রিটেন ভিত্তিক আরেক এয়ারলাইন ‘ইজিজেট' যুক্তরাজ্যে তাদের চার হাজার কেবিন ক্রুকে লে-অফে পাঠিয়েছে৷
যুক্তরাষ্ট্রের এয়ারলাইনগুলো আগামী ছয় মাস কর্মীদের বেতন দিতে সরকারের কাছ থেকে আড়াই হাজার কোটি মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে৷ তারপরও কোম্পানিগুলো কর্মীবাহিনী হ্রাস করতে চাইছে৷ বিনা বেতনে ছুটি এবং আগেভাগে অবসরে পাঠানোর পরিকল্পনাও আছে তাদের৷
এসএনএল/কেএম (রয়টার্স, এএফপি)