করোনা ভাইরাসের সময় ভালোবাসা
করোনা ভাইরাসের এই সময়ে দক্ষিণ কোরিয়া ও ফিলিপাইন্সে গণবিয়ের আয়োজন হয়েছে৷ ফলে বর, বধূ ও অতিথিদের মাস্ক পরে বিয়েতে অংশ নিতে হয়েছে৷
ভালোবাসা চলবে
সাউথ কোরিয়ার উত্তরাঞ্চলীয় শহর গ্যাপিয়ংয়ে একটি গণবিয়ের আসরে বর ও বধূ৷ ৭ ফেব্রুয়ারি এই বিয়ে হয়৷ সেই সময় ২৪ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গিয়েছিল৷ এখন সেটি বেড়ে ১,৭৬৬-তে দাঁড়িয়েছে৷ ফলে চীনের বাইরে সবচেয়ে বেশি করোনা রোগী এখন সাউথ কোরিয়ায়৷ এছাড়া দেশটিতে করোনায় মারা গেছেন ১৩ জন৷
মাস্ক বিতরণ
সাউথ কোরিয়ার ঐ গণবিয়েতে আগত বর, বধূ ও অতিথিদের মধ্যে ৩০ হাজার মাস্ক ও হাত ধোয়ার স্যানিটাইজার বিতরণ করা হয়েছিল৷
তবে সবাই পরেননি
ঐ সময় (ফেব্রুয়ারি ৭) পর্যন্ত সাউথ কোরিয়ার অনেক নাগরিক হয়ত করোনার প্রভাব অতটা বুঝতে পারেননি৷ তাই ছবিতে অনেককে মাস্ক ছাড়াই দেখা যাচ্ছে৷
মাস্কসহ চুমু
ফিলিপাইন্স সরকারের উদ্যোগে ২০ ফেব্রুয়ারি একটি গণবিয়ের আয়োজন করা হয়েছিল৷ সেখানে ২২০ দম্পতির বিয়ে হয়৷ জন পল নামের একজন বর অস্ট্রেলিয়ার এবিসি টিভিকে জানিয়েছেন, ‘‘মাস্ক পরে চুমু খেতে অন্যরকম লাগে, তবে এটা প্রয়োজন৷’’
অনুমতি
ফিলিপাইন্সের ঐ বিয়ের অনুষ্ঠানে যারা এসেছিলেন তাদের সবাইকে শেষ ১৪ দিনের ভ্রমণ তথ্য জানাতে হয়েছে৷ এরপরই তারা অনুষ্ঠানে অংশ নেয়ার অনুমতি পান৷
সংকটের সময় ভালোবাসা দিবস
এই ছবিটি ফিলিপাইন্সের আরেক গণবিয়ের অনুষ্ঠানের৷ ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে এর আয়োজন করা হয়েছিল৷ দেশটিতে এখন পর্যন্ত তিনজনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে৷ মারা গেছেন একজন৷