1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা ভাইরাসে দুদক কর্মকর্তার মৃত্যু

৬ এপ্রিল ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশন বা দুদকের একজন পরিচালক সোমবার সকালে মারা গেছেন৷ করোনা ভাইরাস পজেটিভ আসায় ৩০ মার্চ তাঁকে ঢাকার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷

https://p.dw.com/p/3aUOi
ছবি: bdnews24.com

হাসপাতালের সমন্বয়ক ডা. শিহাব উদ্দিন বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘রাত সোয়া ২টার দিকে তাঁর প্রেসার নেমে আসে৷ আমাদের দিক থেকে সব ধরনের চেষ্টা করা হয়েছে৷ আনফরচুনেটলি তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়৷ সাড়ে ৭টায় মারা যান তিনি৷’’

দুদকের ঐ পরিচালক ২২তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন৷ ২০১৬ সাল থেকে তিনি দুদকে প্রেষণে দায়িত্ব পালন করছিলেন৷

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন৷ এক শোকবার্তায় তিনি বলেন, ‘‘তিনি ছিলেন একজন সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তা৷ তিনি ছিলেন দেশ ও জনগণের প্রতি নিবেদিতপ্রাণ কর্মী৷ তাঁর মৃত্যুতে দেশ একজন মেধাবী কর্মকর্তাকে হারাল৷’’

দুদকের একজন কর্মকর্তা জানান, গত ২৪ মার্চ ঐ পরিচালক দুদকের প্রধান কার্যালয়ে অফিস করেন৷ ‘‘ঐ কর্মকর্তার কাছাকাছি থেকে কাজ করেছেন এমন ১২ জন কর্মকর্তা-কর্মচারী হোম কোয়ারান্টিনে আছেন,’’ বলেও জানিয়েছেন তিনি৷

ঐ দুদক কর্মকর্তা স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন৷ তাঁর পরিবারের সদস্যরা বাসাতেই আছেন বলে জানান হাসপাতালের কর্মকর্তারা৷

জেডএইচ/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য