করোনা ভাইরাস ঠেকাতে...
বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে৷ এর বিস্তার ঠেকাতে বিভিন্ন দেশে বিভিন্ন উপায় বের করা হচ্ছে৷ তারই কিছু উদাহরণ থাকছে ছবিঘরে৷
নামাজ
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের রেডমন্ডের একটি মসজিদে নামাজিরা করোনা ভাইরাসের কারণে নিরাপদ দূরত্ব বজায় রেখে নামাজে দাঁড়িয়েছেন৷
ট্রাম্পের সংবাদ সম্মেলন
১৭ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রেস ব্রিফিংয়ের ছবি৷
সংসদ অধিবেশন
জার্মানির হামবুর্গে রাজ্য সংসদে অধিবেশনের সময় (১৮ মার্চ) সাংসদরা একে অপরের চেয়ে নিরাপদ দূরত্বে বসেছিলেন৷
লিফটে
ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের একটি শপিং মলের এলিভেটরে মানুষের দাঁড়ানোর জন্য বক্স এঁকে দেয়া হয়েছে৷
মুদিখানায়
ইটালির রোমের একটি মুদি দোকানে ক্রেতাদের দাঁড়ানোর জন্য এমন হলুদ লাইন দেয়া হয়েছে৷ এর মাধ্যমে একজন ক্রেতাকে আরেকজনের চেয়ে এতখানি দূরে দাঁড়ানোর পরামর্শ দেয়া হয়েছে৷
ফাস্ট ফুডের দোকান
যুক্তরাষ্ট্রের ফাস্ট ফুড চেন ডিকস-এর একটি দোকানে ক্রেতাদের জন্য একে অপরের চেয়ে ছয় ফুট দূরে দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছে৷
সুপারমার্কেট
ইটালির নেপোলির একটি সুপারমার্কেটের সামনে ক্রেতাদের লাইন৷
ট্রেন
ফিলিপাইন্সের ম্যানিলায় ট্রেনে ওঠার অপেক্ষায় যাত্রীরা৷
মনে করিয়ে দেয়া
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে একটি মুদি দোকানে আগত ক্রেতাদের এই নোটিশের মাধ্যমে দূরত্ব বজায় রাখার কথা মনে করিয়ে দেয়া হচ্ছে৷
সংবাদ সম্মেলেন
যুক্তরাষ্ট্রের পেন্টাগনে সংবাদ ব্রিফিংয়ের আয়োজন৷