করোনার আগে, করোনার পরে
ছবিগুলো দেখলে বুঝতে পারবেন কয়েকদিন আগে শত সমস্যার মাঝেও কত আনন্দ ছিল, কত গতিময় ছিল জীবন৷ নভেল করোনা ভাইরাস গোটা বিশ্বকে প্রায় স্থবির করে দিয়েছে৷
স্বাভাবিক অবস্থায় ইরাকের মাজার
গত অক্টোবরে শিয়াদের ধর্মীয় অনুষ্ঠান চলার সময় ইরাকের নাজাফ শহরের ইমাম আলী মাজারে ছিল প্রচণ্ড ভীড়।
সেই মাজার এখন যেমন
করোনা ভাইরাসের কারণে ইরাকের নাজাফ শহরের ইমাম আলী মাজার আপাতত বন্ধ। বাইরে কিছু মানুষের আনাগোনা ছিল কদিন আগেও। এখন এলাকাটি আরো ফাঁকা।
প্রাসাদে দর্শণার্থীর ভীড়
ইরাকের এরবিল শহরের অন্যতম আকর্ষণ এই প্রাসাদ। গত ১৩ মার্চও সেখানে দর্শণর্থীর ভিড় দেখা গেছে।
মানুষ নেই, আছে কবুতর
এরবিল শহরের রাজপ্রাসাদ দেখতে এখন আর দর্শণর্থীরা ভীড় করে না। প্রাসাদপ্রাঙ্গণ এখন শান্তির কপোতের রাজত্ব।
যেমন ছিল টোকিওর ডিজনিল্যান্ড
জাপানের টোকিও ডিজনিল্যান্ডে সবসময়ই থাকে মানুষের ভীড়। গত পহেলা ফেব্রুয়ারি টোকিও ডিজনিল্যান্ডের দ্য স্পেস মাউন্টেন রাইডের এই ছবি তোলা হয়েছিল ওপর থেকে।
অচেনা ডিজনিল্যান্ড
টোকিও ডিজনিল্যান্ডের স্পেস মাউন্টেন রাইডএলাকার নতুন ছবি। করোনার আতঙ্কে বন্ধ করে দেয়া হয়েছে ডিজনিল্যান্ড।
কয়েকদিন আগে নাজাফ বিমানবন্দর
করোনার আতঙ্ক তখন ছড়াতে শুরু করেছে। ইরাকের নাজাফ বিমানবন্দরে তাই মাস্ক পরে বিমানের অপেক্ষায় যাত্রীরা।
যাত্রীহীন বিমানবন্দর
সব ফ্লাইট বাতিল। তাই নাজাফ বিমানবন্দর ফাঁকা।
প্রাহা-র জনাকীর্ণ সেতু
চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাহার মধ্যযুগীয় চার্লস ব্রিজে একসময় পথচারীদের গায়ে গায়ে ধাক্কা লাগতো।
জনশূন্য সেতু
চেক প্রজাতন্ত্র সরকার করোনার কারণে জনগণের অবাধ যাতায়াতে নিষেধাজ্ঞা আরোপের পর জনমানবহীন চার্লস ব্রিজ।
সেখানে তখন গাড়ি আর গাড়ি
যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে ডিজনির ম্যাজিক কিংডমের বাইরে গত ১৫ মার্চও ছিল কয়েক হাজার গাড়ির ভীড়।
কার পার্কে গাড়ি নেই
যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোর ম্যাজিক পার্ক এখন বন্ধ, তাই বাইরে একটাও গাড়ি নেই।