করোনাকালে ‘ষাঁড়ের বছর’ উদযাপন
করোনা সংকট অনেকটা ম্লান করে দিলেও স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে যথারীতি এশিয়ার কয়েকটি দেশে পালিত হচ্ছে চীনা নববর্ষ৷ বিস্তারিত ছবিঘরে...
তাইওয়ান
এবারও চীনা বর্ষপঞ্জি অনুযায়ী নতুন বছরের শুরু হয়েছে চীনা নববর্ষ উদযাপনের উৎসব৷ তাইওয়ানে তাইসামাজিক দূরত্বের তোয়াক্কা না করেই চলছে কেনাকাটা৷ ছবিটি ১০ ফেব্রুয়ারির৷
মালয়েশিয়া
মালয়েশিয়াতেও সীমিত পরিসরে পালন করা হয়েছে চীনা নববর্ষ৷ চীনা বর্ষপঞ্জি অনুযায়ী শুরু হওয়া নতুন বছরের নাম দেয়া হয়েছে ‘ইয়ার অব অক্স’৷ তাই মালয়েশিয়ার মুয়ার-এ কুং সেং কেং লায়ন অ্যান্ড ড্রাগন ড্যান্স অ্যাসোসিয়েশনের এক সদস্যের ষাঁড়ের মুখোশ পরে নাচে ব্যস্ত৷
থাইল্যান্ড
রাজধানী ব্যাংককে নববর্ষ উদযাপন করতে এসেছেন কয়েকজন নারী৷১০ ফেব্রুয়ারির ছবি৷
চীন
করোনার প্রকোপ ধীরে ধীরে কাটিয়ে উঠছে চীন৷ তবে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে এখনো স্বাভাবিকতা ফেরেনি৷ তাই নববর্ষ উদযাপনেও নেই সেই ভিড়৷বেইজিংয়ের এক পার্কে একাই ঘুড়ি উড়িয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন একজন৷
সিঙ্গাপুর
বাগানকে নববর্ষ উপলক্ষ্যে সাজিয়ে তুলতে হবে৷ সেই কাজে ব্যস্ত এক কর্মী৷এ ছবি গত ৮ ফেব্রুয়ারির তোলা৷
তাইওয়ান
উৎসবে আর কিছু না হোক কিছু কেনাকাটা তো করতেই হয়৷ তাইপের এক দোকানে নিবিষ্ট মনে পছন্দের জিনিস খুঁজছেন এক ক্রেতা৷১০ ফেব্রুয়ারির ছবি৷
উৎসবেও ফাঁকা স্টেশন
চীনে এই সময় ট্রেন স্টেশনগুলোতে গিজগিজ করে মানুষ৷ কিন্তু এবার অনেক স্টেশন একেবারেই ফাঁকা৷ বেইজিং সাউথ রেলওয়ে স্টেশনের এই ছবিও ১০ ফেব্রুয়ারির৷
ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ার কিছু এলাকাতেও পালিত হয় চীনা নববর্ষ৷ পশ্চিম জাভা প্রদেশের বোগোর-এ বুদ্ধের বিশাল এক মূর্তি পরিষ্কার করছেন কর্মীরা৷
উৎসব মানে একটু বেশি আয়
অনেকের কাছে উৎসব মানে একটু বেশি আয়ের সুযোগ৷ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার এক নারী তাই সন্তানদের নিয়ে শুরু করেছেন ধূপকাঠি বানানোর কাজ৷ ধূপকাঠি বিক্রির আয়ে দুটো দিন ভালো কাটবে এই তাদের আশা৷
মালয়েশিয়া
‘ইয়ার অব অক্স’-এর শুরুতে মালয়েশিয়ার মুয়ারে তৈরি করা হয়েছে ষাঁড়ের এক বিশাল মূর্তি৷ ছবিতে ষাঁড়ের মূর্তি ছুঁয়ে দেখছেন একজন৷
সেই উহান
করোনার প্রথম রোগী ধরা পড়েছিল চীনের এই উহান শহরে৷ সংক্রমণ এত দ্রুত ছড়াচ্ছিল যে নিরূপায় হয়ে লকডাউন করা হয় শহরটিকে৷ সেই শহরও সেজেছে উৎসবের রঙে৷