1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা রোগীদের চিকিৎসায় অ্যাভিগান

২৩ সেপ্টেম্বর ২০২০

করোনা রোগীদের দ্রুত সেরে উঠতে সহায়তা করছে ইনফ্লুয়েঞ্জার ওষুধ অ্যাভিগান৷ রোগীদের উপর তৃতীয় পর্যায়ের পরীক্ষা শেষে এ দাবি করছে ওষুধটির প্রস্তুতকারক কোম্পানি৷

https://p.dw.com/p/3itCl
অ্যাভিগান ট্যাবলেটছবি: picture-alliance/dpa/Kimimasa Mayama

ফুজিফিল্ম টোয়ামা ক্যামিক্যাল নামের জাপানি কোম্পানিটি তাই করোনা সারানোয় ওষুধটি ব্যবহারের অনুমতি চাইবে সরকারের কাছে৷ 

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, তৃতীয় ধাপের পরীক্ষায় জাপানের ১৫৬ জন রোগীর তথ্য-উপাত্ত সংগ্রহ করে তারা৷ এতে দেখা যায়, ওষুধটি ব্যবহার করে রোগীরা গড়ে ১১ দশমিক নয় দিনে সুস্থ হয়ে উঠছেন, যেখানে প্লাসেবো ব্যবহার করে সেরে উঠতে সময় লাগে ১৪ দশমিক সাত দিন৷

এখন পরীক্ষায় প্রাপ্ত তথ্য-উপাত্ত বিস্তারিত বিশ্লেষণ করবে প্রতিষ্ঠানটির গবেষকরা৷

ওষুধটি এখনই বাজারে পাওয়া যাচ্ছে না৷ সরকারের অনুমতি পাওয়ার পর তা উৎপাদন ও বাজারজাত করা হবে৷

ফাভিপিরাভির নামে অ্যাভিগানের ওষুধটি ২০১৪ সালে সর্দি-কাশির দাওয়াই হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছিল জাপান সরকার৷ 

করোনা মোকাবেলায় চীনেও সফলতা দেখিয়েছে অ্যাভিগান৷ এটি ব্যবহার করে রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠছে এমন খবর জানিয়েছিল চীনের সংবাদমাধ্যমগুলো৷ এ কারণে ওষুধটি নিয়ে শুরু থেকেই আশাবাদী ছিল জাপান সরকার৷ পরীক্ষায় সফল হলে বিভিন্ন দেশকে ওষুধটি বিনামূল্যে দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে৷

আরআর/এসিবি (এএফপি)

২৯ আগস্টের ছবিঘরটি দেখুন...