কম্পিউটার বাজারে নতুন প্লেবয় রিমের প্লেবুক
২৮ সেপ্টেম্বর ২০১০এর আগে আর কোন কোম্পানি এই ধরণের ট্যাবলেট কম্পিউটার বাজারে নিয়ে আসতে পারেনি৷ সেদিক থেকে রিসার্চ ইন মোশন বা রিম কোম্পানি সফল বলা চলে৷ সোমবার কোম্পানির প্রেসিডেন্ট মাইক লাজারিডিস এই ট্যাবলেট কম্পিউটার জনসম্মুখে তুলে ধরেন৷ ঘোষণা দেন, এটা হচ্ছে বিশ্বের সর্বপ্রথম প্রফেশনাল ট্যাবলেট৷ এই ট্যাবলেট কম্পিউটারের নাম রাখা হয়েছে প্লেবুক৷ কম্পিউটার জগতে এই প্লেবুক প্লেবয় হতে পারবে কিনা সেটি এখন দেখার বিষয়৷
নতুন ট্যাবলেট কম্পিউটার প্লেবুক আকারে আইপ্যাডের চেয়ে ছোট৷ আইপ্যাডের স্ক্রিন ৯.৭ ইঞ্চি আর প্লেবুকের আকার মাত্র সাত ইঞ্চি৷ এক গিগা হার্টজের একটি ডুয়েল কোর প্রসেসর কাজ করছে নতুন প্লেবুকে৷ অ্যাপলের মোবাইলগুলোতে ফ্ল্যাশ ভিডিও সফটওয়্যার ব্যবহার করা যায় না, কিন্তু ব্ল্যাকবেরি গ্রুপের এই নতুন কম্পিউটারে সেটাও করা যাবে৷ রিমের প্রেসিডেন্ট মাইক লাজারিডিস জানালেন, ইন্টারনেট জগতের পুরোপুরি স্বাদ দেবে নতুন প্লেবুক৷
যারা ব্ল্যাকবেরি স্মার্টফোন ব্যবহার করছেন তারা ব্লুটুথ ব্যবহার করে এই প্লেবুকের সঙ্গে সংযুক্ত হতে পারবেন৷ দেখতে পারবেন ইমেইল, ক্যালেন্ডার সহ প্রয়োজনীয় ডকুমেন্টস৷ প্লেবুকের দুই পাশেই থাকছে দুটি ক্যামেরা৷ ফলে ভিডিও কনফারেন্স কিংবা একসঙ্গে অনেকগুলো প্রোগ্রাম চালানো সম্ভব হবে ট্যাবলেট কম্পিউটারটিতে৷ এছাড়া অ্যাপ্লিকেশন ডাউনলোডের সুবিধাতো থাকছেই৷
নতুন এই প্লেবুক বাজারে আসছে আর কিছুদিনের মধ্যেই৷ আগামী মাসে নির্দিষ্ট কিছু কম্পিউটার ছাড়া হবে৷ তবে বাণিজ্যিকভাবে বাজারে আসতে সময় লাগবে৷ জানা গেছে, আগামী বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে এবং বছরের মাঝামাঝি সময়ে অন্যান্য দেশগুলোতে আসবে ট্যাবলেট কম্পিউটার প্লেবুক৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়