ইউক্রেনের কমলা বিপ্লব
৬ মে ২০১৩২০০৪ সালে ইউক্রেনের গণআন্দোলন সাড়া জাগিয়েছিল সারা বিশ্বে৷ তিউনিশিয়া, মিশর, লিবিয়াসহ বেশ কিছু দেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার প্রভাব ছিল বলে ধারনা করা হয়৷ কিন্তু নয় বছর পর ইউক্রেনের কী অবস্থা? ‘কমলা বিপ্লব' কি সফল? প্রশ্নটি শুনলে ইউক্রেনের মানুষই আজকাল হেসে ওঠেন৷ না হেসে উপায় আছে? মত প্রকাশের স্বাধীনতার এমন অবস্থা যে সাংবাদিককে হতে হয় খুন, খুনের আসামি গ্রেপ্তার হয়না, বিচারের বাণী সেই নিভৃতেই কাঁদে৷ আর দুর্নীতি? কিয়েভের অধিবাসী নাতালিয়ার মুখে শুধু হতাশাই ঝরলো ‘কমলা বিপ্লব'-এর পরিণাম সম্পর্কে, ‘‘আমরা খুবই হতাশ৷ সততা ও সুবিচারের যে স্বপ্ন আমরা দেখেছিলাম তা কোনোদিন বাস্তবায়িত হবে বলে আমাদের আর বিশ্বাস হয়না৷''
ইউক্রেনে ‘অপোরা' নামের একটি বেসরকারী সংস্থার কর্মকর্তা অলগা স্ত্রেলিউক৷ ২০০৪ সালের গণআন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন তিনি৷ আন্দোলনের সুফল কতটা পাওয়া যাচ্ছে তা জানতে চাইলে দেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে শুধু একটা কথাই বললেন, ‘‘দেশ এখন সোভিয়েত অতীতের দিকেই ফিরে যাচ্ছে''৷
উটে শেফার/এসিবি/ডিজি