কড়া ব্রেক্সিট চান টেরেসা মে
১৮ জানুয়ারি ২০১৭ইউরোপীয় একক বাজার (সিঙ্গল মার্কেট) বা অভ্যন্তরীণ বাজার (ইন্টারনাল মার্কেট) হলো ইইউ-এর সেই এলাকা, যার অভ্যন্তরে পণ্য, পুঁজি, পরিষেবা ও মানুষজনের মুক্ত আসা-যাওয়া সম্ভব৷ এগুলিকে বলা হয় ‘চার স্বাধীনতা'৷
মে লন্ডনে বলছেন, যুক্তরাজ্যর পক্ষে ইউরোপীয় একক বাজারের ‘চার স্বাধীনতা' মেনে চলা সম্ভব নয়, বিশেষ করে মানুষজনের অবাধ যাতায়াতেরস্বাধীনতা৷ মে বলেন, যুক্তরাজ্য ইউরোপীয় একক বাজারে যতদূর সম্ভব প্রবেশাধিকার বজায় রাখার আশা করে বটে, কিন্তু সেজন্য ব্রাসেলসকে ‘‘বিপুল পরিমাণ অর্থ'' প্রদান করতে রাজি নয়৷
মে তাঁর ভাষণের সূচনায় ইউরোপ সম্পর্কে ঘোষণা করেন যে, ‘‘ইইউ-এর সাফল্য ব্রিটেনের স্বার্থে'' এবং যোগ করেন যে, ব্রিটেন ‘‘একক বাজারে বৃহত্তম সম্ভব প্রবেশাধিকার'' পাবার ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ‘‘একটি সাহসী ও উচ্চাভিলাষী'' মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের চেষ্টা করবে৷ কিন্তু যুগপৎ তিনি বলেন, বিশ্বের অপরাপর অংশের সঙ্গে বাণিজ্যও একটি অগ্রাধিকার৷
‘‘আমরা বৃহত্তর বিশ্বে বেরিয়ে পড়তে চাই'', বলেন মে৷ মার্কিন প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প যে বলেছেন, অ্যামেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ক্ষেত্রে ব্রিটেন ‘‘লাইনের শেষে নয়, লাইনের আগে'', মে সে-কথা স্মরণ করিয়ে দিয়ে ইইউ-কে একটি ‘‘শাস্তিমূলক'' ব্রেক্সিট চুক্তির প্রচেষ্টা করা সম্পর্কে সাবধান করে দেন৷
মে বলেন, ব্রিটেনে কত মানুষ আসছেন, যুক্তরাজ্য তা নিয়ন্ত্রণ করবে৷ অপরদিকে তিনি বলেন যে, তিনি ব্রিটেনে বসবাসকারী ইইউ নাগরিক ও ইইউ-তে বসবাসকারী ব্রিটিশ নাগরিকদের অধিকারসমূহ নিশ্চিত করতে চান৷
মে জানান যে, ব্রিটেন ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিসের এক্তিয়ার থেকে পশ্চাদপসারণ করবে৷ ইইউ-এর সঙ্গে ব্রেক্সিট সংক্রান্ত আলাপ-আলোচনায় স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে শলাপরামর্শ করা হবে৷ চূড়ান্ত ব্রেক্সিট চুক্তি সম্পর্কে পার্লামেন্টে ভোট হবে, বলে মে জানান৷
এদিকে মে-র এই সিদ্ধান্তে উদ্বিগ্ন জার্মানি৷ তাই খুব তাড়াতাড়ি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷
এসি/ডিজি (এএফপি, রয়টার্স)
বন্ধু, এ ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে লিখুন নীচের ঘরে৷