ওয়েলিংটনে হস্টেলে আগুন, মৃতের সংখ্যা বাড়ছে
১৬ মে ২০২৩দমকলের তরফে জানানো হয়েছে, অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। তবে যত সময় গড়াচ্ছে, মৃতের সংখ্যা বাড়ছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স ঘটনায় শোক প্রকাশ করেছেন। ছয়জনের মৃত্যুর কথাও তিনি জানিয়েছেন।
নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের একটি হস্টেলে আগুন লাগে। হস্টেলের সবচেয়ে উপরের তলায় আগুন লাগার পর ঘটনাস্থলে দমকল পৌঁছায়। তারা ছাদ থেকে বহু মানুষকে উদ্ধআর করে। সব মিলিয়ে ৫২জনকে উদ্ধার করা হয়েছে বলে দমকলসূত্রে জানানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের বক্তব্য, সব মিলিয়ে মৃতের সংখ্যা দশের কাছাকাছি পৌঁছাতে পারে। কেন আগুন লাগলো, তা এখনো অজানা। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
প্রায় এক দশক পর নিউজিল্যান্ডে এমন আগুন লাগলো। মধ্যরাতের এই আগুনে হতভম্ব স্থানীয় মানুষ। মঙ্গলবার সকালেও ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা ছিলেন। হস্টেলের ভিতর এখনো কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বাড়িটির ছাদ যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
এসজি/জিএইচ (এএফপি, এপি, রয়টার্স)