1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়াশিংটনের অভিযোগ তেহরানের অস্বীকার 

১৪ জুন ২০১৯

বৃহস্পতিবার আবার পারস্য উপসাগরে পেট্রোলিয়ামবাহী জাহাজের উপর হামলার ফলে ইরানে ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ছে৷ ওয়াশিংটন সরাসরি তেহরানকে দায়ী করলেও ইরান অভিযোগ অস্বীকার করেছে৷

https://p.dw.com/p/3KOnD
এমান উপসাগরে আক্রান্ত পেট্রোলিয়ামবাহী ট্যাংকার জাহাজ
ছবি: picture-alliance/AP Photo/Tasnim News Agency

বৃহস্পতিবার পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে নরওয়ে ও জাপানের পেট্রোলিয়ামবাহী ট্যাংকার জাহাজের উপর বিস্ফোরক ব্যবহার করে হামলা চালানো হয়েছে৷ ঘটনার পর নাবিকদের উদ্ধার করা হয়েছে৷ জাহাজদুটির ক্ষতি সত্ত্বেও কোনো তরল সমুদ্রে বেরিয়ে আসার ঝুঁকি নেই বলে জানা গেছে৷

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড একটি ভিডিও প্রকাশ করেছে৷ ওয়াশিংটনের দাবি, তাতে দেখা যাচ্ছে ইরানের একটি ছোট জাহাজের নাবিকেরা কীভাবে এমটি কোকুকা নামের ট্যাংকার থেকে অবিস্ফোরিত একটি মাইন সরিয়ে ফেলছে৷ সেনাবাহিনীর মুখপাত্র বিল আর্বান সেই ভিডিও দেখিয়ে আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক সহযোগীরা নিজ স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে৷ তাঁর মতে, এই হামলার ঘটনা অবাধ যাতায়াত ও বাণিজ্যের আন্তর্জাতিক অধিকারের উপর স্পষ্ট হুমকি৷

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও নিজেও সরাসরি ইরানকে এই হামলার জন্য দায়ী করেছেন৷ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তিনি এ দাবী করছেন৷ হামলায় যে ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং যে নিপুণতার সঙ্গে এই অভিযান চালানো হয়েছে, তার মধ্যে ইরান ও তার ‘ভাড়াটে' সহযোগীদের হাত রয়েছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে৷ তারা আগেও এমন হামলা চালিয়েছে৷ পম্পেও অবশ্য কোনো প্রমাণ পেশ করেন নি এবং এ বিষয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেন নি৷

ইরান এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে৷ জাতিসংঘে ইরানের দূতাবাস এক বিবৃতিতে অ্যামেরিকা ও সহযোগী দেশগুলির বিরুদ্ধে যুদ্ধের দামামা বাজানোর অভিযোগ করেছে৷ অ্যামেরিকার অর্থনৈতিক যুদ্ধ ও ইরানের মানুষের বিরুদ্ধে সন্ত্রাসবাদ এবং গোটা অঞ্চলে ওয়াশিংটনের বিশাল মাত্রায় সামরিক সজ্জাই পারস্য উপসাগর অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বিপন্ন করে চলেছে বলে ইরান অভিযোগ করেছে৷ 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জরিফ জাপানের ট্যাংকার জাহাজকে ঘিরে এই ঘটনার দিনক্ষণ সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন৷ উল্লেখ্য, বৃহস্পতিবারই তেহরানে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনেই-এর মধ্যে আলোচনা হয়েছে৷ আবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা কমানোর চেষ্টা চালানোর চেষ্টা করছেন৷

শুক্রবার ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, হোরমুজ প্রণালীতে নিরাপত্তার দায়িত্ব সে দেশের হাতেই রয়েছে৷ রাষ্ট্রীয় রেডিওতে আরও বলা হয়েছে, যে ইরানকে ওমান উপসাগরে দুটি পেট্রোলিয়ামবাহী জাহাজের উপর হামলার জন্য দায়ী করা ভীতিকর ঘটনা৷ ইরানই আক্রান্ত জাহাজের নাবিকদের অত্যন্ত দ্রুত উদ্ধার করেছে বলে মনে করিয়ে দেওয়া হয়েছে৷

এসবি/কেএম (ডিপিএ, রয়টার্স)