ওসি মোয়াজ্জেম কোথায়!
২৮ মে ২০১৯সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত হত্যার ঘটনার আগে যৌন হয়রানির বিষয়ে পুলিশের কাছে বক্তব্য দেন নুসরাত৷ সে বক্তব্য মোবাইলে ধারণ করে অনলাইনে ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগ প্রমাণ হয়েছে ওসি মেয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে৷
১৫ এপ্রিল এই ঘটনায় ওসির বিরুদ্ধে ডিজিটাল আইনে আদালতে মামলা করেন ব্যারিস্টার সায়েদুল ইসলাম সুমন৷ ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল সোমবার সকালে মোয়াজ্জেমের বিরুদ্ধে ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে৷
আগুনে পুড়িয়ে নুসরাত হত্যার পর ১০ এপ্রিল ওসি মেয়াজ্জেমকে সোনাগাজী থানা থেকে প্রত্যাহার করা হয় রংপুর রেঞ্জে৷ ৮ মে তাকে সাময়িক বরখাস্ত করা হয়৷ এখন তার রংপুর রেঞ্জে থাকার কথা থাকলেও তিনি সেখানে নেই বলে জানা গেছে৷
সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল পেশকার শামিম আল মামুন জানান, ‘‘গ্রেপ্তারি পরোয়ানার আদেশ সোমবারই আমরা ডাকযোগে তার সাবেক কর্মস্থল সোনাগাজী থানায় পাঠিয়ে দিয়েছি৷’’ তবে তিনি আরো জানান, ‘‘ঢাকার শাহবাগ থানা বা তার গ্রামের বাড়িতে আমরা গ্রেপ্তারি পরোয়ানা পাঠাইনি৷ মামলায় তার গ্রামের ঠিকানা নেই৷ ওই থানারই দায়িত্ব আরো যেখানো গ্রেপ্তারি পরোয়ানা পঠানো প্রয়োজন সেখানে পাঠানো৷’’ জানা গেছে, তার গ্রামের বাড়ি মাগুড়ায়৷
রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য ডয়চে ভেলেকে বলেন, ‘‘মোয়াজ্জেম হোসেন এখন রংপুর রেঞ্জেই সংযুক্ত আছেন, তবে মামলার কাজে ঢাকায় গেছেন। কোন মামলা ঠিক বলতে পারি না৷ নুসরাত হত্যা মামলায় বিভাগীয় তদন্ত চলছে, সম্ভবত সেই মামলার কাজেই তিনি সেখানে গেছেন৷’’
গ্রেপ্তারি পরোয়ানা প্রশ্নে তিনি বলেন, ‘‘আমরা এখনো তার গ্রেপ্তারি পরোয়ানা পাইনি৷ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবো৷’’
এদিকে পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়েছে, ‘‘সে রংপুর রেঞ্জে যোগ দিয়েছে। সেখানেই তার থাকার কথা৷ ঢাকায় থাকার কথা আমাদের জানা নেই৷’’
ফেনীর সোনাগাজী থানায় মঙ্গলবার বিকেলে যোগাযোগ করা হলে সেখান থেকেও জানানো হয় তারা এখনো গ্রেপ্তারি পরোয়ানা পায়নি৷