1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওসমানী মেডিকেলে হামলার প্রধান আসামি গ্রেপ্তার

৪ আগস্ট ২০২২

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি দিব্য সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এ ঘটনায় তিনজন গ্রেপ্তার হলো৷

https://p.dw.com/p/4F5yf
প্রতীকী ছবিছবি: Marvin Recinos/AFP/Getty Images

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডকমকে মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ জানান, নগরীর শাহপরাণ এলাকা থেকে বুধবার রাত ১২টার দিকে দিব্যকে গ্রেপ্তার করেন তারা৷ ২২ বছর বয়সি দিব্য সিলেট মহানগর ছাত্রলীগ কর্মী৷ গত মঙ্গলবার রাতে ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহিদ হাসান রাব্বি ও স্থানীয় বাসিন্দা এহসান আহম্মদকে গ্রেপ্তার করে পুলিশ৷

সোমবার রাতে ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের হামলার শিকার হন শিক্ষার্থী রুদ্র নাথ ও নাইমুর রহমান ইমন৷  এরপর জড়িতদের গ্রেপ্তারসহ চারদফা দাবিতে আন্দোলন শুরু করেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা৷

জরুরি বিভাগ, আইসিইউ ও কার্ডিওলজি বিভাগ ছাড়া হাসপাতালের অন্য বিভাগে মঙ্গলবার থেকে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকেরা৷ যার ফলে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে৷

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন নারী চিকিৎসকের শ্লীলতাহানির অভিযোগ ও কলেজের দুই শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় মঙ্গলবার দুপুরে সিলেট কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন হাসপাতাল ও মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ৷

এ সব মামলায় আটজনকে আসামি করা হয়েছে বলে জানান কোতোয়ালি থানার ওসি আলী মাহমুদ৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য