1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওবামাকে ছাড়িয়ে জনপ্রিয়তার শীর্ষে ব্রিটনি!

২৫ ডিসেম্বর ২০০৯

জনপ্রিয়তার দিক দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ছাড়িয়ে গেলেন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স৷ ইন্টারনেট জরিপে গত দশকের সবচেয়ে খ্যাতনামা ব্যক্তিত্বের তালিকায় প্রথমেই উঠে আসে ব্রিটনির নাম৷

https://p.dw.com/p/LDLY
ফাইল ফটোছবি: AP

১৯৯৮ সালে ‘বেবি ওয়ান মোর টাইম' গানটির মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেন ব্রিটনি৷

খ্যাতির শিখরে থাকাকালীন সময়ে তিনি আবারও আলোচিত হন দু'বার বিয়ে, দু'টি শিশুর জন্ম এবং জনসম্মুখে ভোগান্তির জন্য৷ ২০০৮ সালে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হন তিনি৷

ব্রিটনির নাটকীয় জীবনের কারণেই ওয়েবে সবচেয়ে খ্যাতির শীর্ষে চলে আসেন৷ ইন্টারনেটে এই জরিপটি চালিয়েছে রিপোর্টার কনস্টান্ট ডট কমের আস্ক জিভিস৷

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইন্টারনেট জরিপের এই তালিকার দ্বিতীয় স্থানেএবং ফুটবল খেলোয়াড় ডেভিড বেকহাম তৃতীয় স্থানে রয়েছেন৷ প্রয়াত প্রিন্সেস ডায়ানা এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এই তালিকায় প্রথম পাঁচের বাইরে৷

প্রতিবেদক: আসফারা হক

সম্পাদনা: আবদুস সাত্তার