1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন নির্বাচন

৫ নভেম্বর ২০১২

আসল যুদ্ধের জন্য প্রচারণা চলেছে ১৮ মাস ধরে৷ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগের দিন, অর্থাৎ সোমবারই ওবামা আর রমনির সামনে শেষ সুযোগ৷ প্রচারণায় এগিয়ে যাওয়ার শেষ লড়াই৷

https://p.dw.com/p/16cqE
ছবি: EMMANUEL DUNAND/AFP/Getty Images

রোববার রাতে তাই বলতে গেলে ঘুমই হয়নি দুজনের৷ গভীর রাত পর্যন্ত চলেছে নির্বাচনী প্রচারণা৷ এখন যে ঘড়ির কথা না ভুললেই নয়! এই ক'দিন আগেও ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা যেমন তাঁর রিপাবলিকান প্রতিপক্ষের চেয়ে যোজন যোজন এগিয়ে ছিলেন এখন সেই পরিস্থিতি নেই৷ দুজনের সম্ভাবনার পালেই এখন সমান হাওয়া৷ চোখ বুঁজে বলে দেয়া যাবে না যে দ্বিতীয় বারের মতো প্রেসিডেন্ট হবেনই ওবামা৷

USA US Wahl 2012 Wahlkampf 04.11.
সমানে সমানে লড়াই?ছবি: Reuters

তাই ওহায়োতে রোববার প্রেসিডেন্ট ওবামার ভোট প্রার্থনায় মিলেছে আকুল আবেদনের সুর৷ সেখানে রমনিও খুব ভালো অবস্থায় আছেন সে কথা স্বীকার করেই বলেছেন, ‘‘ওহায়োবাসী, আমি আপনাদের পাশে চাই৷ আপনারা যদি আমার সঙ্গে কাজ করতে চান, যদি চান কিছু সম্ভাবনার দুয়ারে আমার সঙ্গে গিয়ে কড়া নাড়তে, তাহলে এখুনি কিছু ফোন করুন, আমার হয়ে কথা বলুন৷ আমরা জিতবো ওহায়ো৷ এ নির্বাচনে আমরা জিতবো৷ ''

রোববার ভার্জিনিয়ায় মিট রমনির মুখেও শোনা গেছে আশার কথা৷ উৎসাহী, উৎফুল্ল জনতার সামনে তিনি বলেছেন, ‘‘আমাদের এখন একটু কাজ করার বাকি, আর তা হলো, মঙ্গলবার রাতে আমরা যে জিতবো এ ব্যাপারটা সুনিশ্চিত করা৷''

সোমবারই নির্বাচনী প্রচারণার শেষ দিন৷ সুতরাং দুই প্রার্থীই শেষ মুহূর্তে এগিয়ে যাওয়ার জন্য মরিয়া হয়েই ভোটারদের দ্বারস্থ হবেন৷

এসিবি/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য