1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এসএসসি চেয়ারম্যান বদলেও অনিয়ম? তদন্তে সিবিআই

২০ ডিসেম্বর ২০২২

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা৷ এ বার নজরে খোদ চেয়ারম্যানের নিয়োগ পদ্ধতি৷ দুই প্রাক্তন চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই৷ তা হলে কি সর্ষের মধ্যেই ভূত?

https://p.dw.com/p/4LEB4
শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সম্পাদক কিংকর অধিকারী ডয়চে ভেলেকে বলেন, ‘‘এটা পরিকল্পিত ও সংগঠিত অপরাধ৷ কোনো একজন নেতা, মন্ত্রী, আধিকারিক এ কাজ করতে পারেন না৷ অনেকের গোচরে, সম্মতিতে টাকার লেনদেন করে অযোগ্যদের নিয়োগ করা হয়েছে৷''
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থাছবি: Payel Samanta/DW

স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগে বিপুল দুর্নীতির অভিযোগ উঠেছে৷ একগুচ্ছ মামলা আদালতের বিচারাধীন৷ শিক্ষা দপ্তরের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে এখন কারাবন্দি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য৷ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার আগে এসএসসি-র চেয়ারম্যান ছিলেন তিনি৷

সূত্রের খবর, চেয়ারম্যান পদে পরিবর্তনের সময় সঠিক নিয়ম অনুসরণ করা হয়নি বলে মনে করছেন তদন্তকারীরা৷ আগের দুই কমিশন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল ও প্রদীপকুমার শূরকে সরিয়ে দেওয়ার পর সুবীরেশকে নিয়োগ করা হয়েছিল৷ এই বদলের ক্ষেত্রে অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় সংস্থা৷ 

পরিকল্পনা করে দুর্নীতি করা হয়েছে: রাজাগোপাল ধর চক্রবর্তী

সুবীরেশ আপাতত সিবিআই হেফাজতে রয়েছেন৷ চেয়ারম্যান পদে বদলের বিষয়টি সম্পর্কে অনুসন্ধানের লক্ষ্যে তার দুই পূর্বসূরিকে সোমবার তলব করে সিবিআই৷ নিজাম প্যালেসে হাজিরা দেন চিত্তরঞ্জন ও প্রদীপ৷ এদের অপসারণের পর সুবীরেশের আমলে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয় অনুমান কেন্দ্রীয় সংস্থার৷

আদালতে কেন্দ্রীয় সংস্থার দাবি, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে বিপুল টাকার লেনদেন হয়েছে, তার সঙ্গে শীর্ষ মহলের যোগ রয়েছে৷ এক্ষেত্রে সুবীরেশের ভূমিকা আতসকাচের নিচে৷ তাই জেলবন্দি প্রাক্তন চেয়ারম্যানকে গত সপ্তাহে নিজেদের হেফাজতে চায় সিবিআই৷ এই আবেদন মঞ্জুর করে সিবিআই আদালত৷

শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির তদন্তে মুখ খুলছেন না সুবীরেশ, এমনটাই খবর সিবিআই সূত্রের৷ তার সঙ্গে দুর্নীতির যোগ কতটা, এর তল পেতে প্রাক্তন দুই চেয়ারম্যানকে তলব বলে মনে করা হচ্ছে৷ একইসঙ্গে তলব করা হয়েছে কমিশনের চার কর্মীকেও৷ এই কর্মীরা সুবীরেশের অধীনে কাজ করেছেন৷

সূত্রের খবর, সোমবার চিত্তরঞ্জন ও প্রদীপের সঙ্গে সুবীরেশকে মুখোমুখি বসিয়ে প্রশ্ন করেন তদন্তকারীরা৷ চিত্তরঞ্জন ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত কমিশনের চেয়ারম্যান পদে ছিলেন৷ এরপর এক বছর, ২০১৪ সাল পর্যন্ত ওই দায়িত্ব সামলান প্রদীপ৷ তাদের অপসারণের ক্ষেত্রে ঠিকঠাক পদ্ধতি অনুসরণ করা হয়েছিল কি না, তা জানতে চেয়েছে সিবিআই৷ সুবীরেশ দায়িত্ব নেওয়ার পর গ্রুপ ‘সি' ও ‘ডি'-তে অনেক বেআইনি নিয়োগ হয়েছে বলে অভিযোগ৷

চিত্তরঞ্জন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দাবি করেন, তাকে চাকরি দেওয়ার জন্য চাপের মুখে পড়তে হয়েছে৷ নেতামন্ত্রীদের পাশাপাশি তাদের ঘনিষ্ঠরাও চাকরি চেয়ে প্রস্তাব দিতেন৷ যদিও চিত্তরঞ্জনের কার্যকালের সময় পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন না৷ 

এটা পরিকল্পিত ও সংগঠিত অপরাধ: কিংকর অধিকারী

টাকা নিয়ে অযোগ্য প্রার্থীদের নম্বর বাড়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ তাদের ওএমআর শিট বদলে দেওয়া হয়েছে৷ চার কর্মীকে জেরা করে এই রহস্যের সমাধান খুঁজছে সিবিআই৷ আদালতে তারা জানিয়েছে, শ'খানেক অযোগ্য চাকরিপ্রার্থীর খোঁজ পাওয়া গিয়েছে যারা নিয়োগের জন্য টাকা দেন৷ এদের দ্রুত জিজ্ঞাসাবাদ করা হবে৷ তদন্তকারীরা জানতে চাইছেন, কার মাধ্যমে কীভাবে তারা টাকা দিয়েছেন চাকরি পাওয়ার জন্য৷

শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সম্পাদক কিংকর অধিকারী ডয়চে ভেলেকে বলেন, ‘‘এটা পরিকল্পিত ও সংগঠিত অপরাধ৷ কোনো একজন নেতা, মন্ত্রী, আধিকারিক এ কাজ করতে পারেন না৷ অনেকের গোচরে, সম্মতিতে টাকার লেনদেন করে অযোগ্যদের নিয়োগ করা হয়েছে৷''

নিয়োগ দুর্নীতির জেরে স্কুলে শিক্ষকের শূন্যস্থান পূরণ হচ্ছে না৷ এ নিয়ে শিক্ষা মহল উদ্বিগ্ন৷ প্রাক্তন উপাচার্য রাজাগোপাল ধর চক্রবর্তী ডয়চে ভেলেকে বলেন, ‘‘স্কুলে শিক্ষক না থাকায় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে, এই বিষয়টা অগোচরে থেকে যাচ্ছে৷ পরিকল্পনা করে দুর্নীতি করা হয়েছে এটা বোঝা যাচ্ছে৷ এর ফল ভুগতে হচ্ছে পড়ুয়াদের৷''

নিয়োগের দাবিতে সোমবার কলকাতায় মহামিছিল করে চাকরিপ্রার্থী কয়েকটি সংগঠনের যৌথ মঞ্চ৷ সেই মিছিলে হাঁটতে দেখা যায় শিক্ষাবিদ মীরাতুন নাহারকে৷ তার মন্তব্য, ‘‘যারা যোগ্য প্রার্থী, তারা শুধু চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন না৷ তাদের মানবাধিকারও লঙ্ঘিত হচ্ছে৷ বাম শাসনের বিরুদ্ধে পথে নেমেছিলাম৷ এখনও নামতে হচ্ছে৷''

ডয়চে ভেলের কলকাতা প্রতিনিধি পায়েল সামন্ত৷
পায়েল সামন্ত ডয়চে ভেলের কলকাতা প্রতিনিধি৷