এশিয়ান গেমসে না যেতে পারা এক সাইকেল আরোহী
সম্পত্তি আর প্রাণের পাশাপাশি যুদ্ধ অনেকের স্বপ্নও কেড়ে নেয়৷ গাজার এক তরুণ সাইকেল আরোহীর স্বপ্ন ছিল এশিয়ান গেমসে নিজের দেশের পতাকা উত্তোলন করা৷ যুদ্ধের একটিমাত্র ক্ষুদ্র বুলেট একটা বড় স্বপ্ন চুরমার করল৷
বুলেট স্বপ্ন কেড়ে নিল
২১ বছরের ফিলিস্তিনি সাইকেল আরোহী আলা আল-দালি ইসরায়েলি সেনার ছোঁড়া বুলেটের আঘাতে পা হারিয়েছেন৷ গাজা সীমান্তে প্রতিবাদের পরে তিনি পা হারান৷ আসলে তিনি তাঁর এশিয়ান গেমসের স্বপ্নটি হারালেন৷ ছবিতে দালি রান্নাঘরের ভেতরে৷ বাইরে রয়েছে সাইকেলটি৷ যেন স্বপ্ন দালির নাগালের বাইরে৷
মায়ের পাশে বসে
বাড়িতে ফিরে মায়ের কাছে বসে দালি কতটা দুঃখ ভুলতে পারলেন? তিনি যে ৩০ মার্চ পা হারিয়েছেন, সেদিন এমনই ১৭ জনেরও অঙ্গহানি হয়েছে৷ গাজা ইসরায়েল সীমানায় সেদিন ৩১ জন ফিলিস্তিনি মারা গিয়েছিলেন৷ অবশ্য কোনো ইসরায়েলি হতাহতের খবর নেই৷ এভাবে নিরস্ত্র মানুষের ওপর গুলি ছোঁড়ার প্রতিবাদ করা হয়েছে মানবাধিকার সংগঠনগুলির তরফ থেকে৷
শুধুই নিরাশা যখন
বোনের সঙ্গে কথা বলছেন তরুণ সাইকেল আরোহী দালি৷ হাতে ধরা সাইকেলটি৷ তিনি বলেন, আরও ভালো চিকিৎসার জন্য ইসরায়েল যাওয়ার কথা বলেছিল বাড়ির লোক৷ কিন্তু ফিলিস্তিনি প্রশাসন বলে ইসরায়েলি সেনা গাজার বাইরে যেতে দেবে না৷
রান্নাঘারে যখন
তরুণ সাইকেল আরোহী নিজের ডান পায়ের সঙ্গে স্বপ্নটিও হারিয়েছেন৷ কিন্তু জীবন এখানেই থেমে থাকেনি৷ রোজকার কাজকর্ম চলছে৷ বাড়ির রান্নাঘরে দুধ পান করছেন সাইকেল আরোহী৷ তিনি বলেন, সীমান্তের প্রতিবাদ এলাকা অবধি সাইকেল চালিয়েছিলেন সেদিন৷ তারপর একটা শান্তিপূর্ণ মিছিলেই হেঁটেছিলেন তিনি৷ সঙ্গে ছিলেন আরও তিন বন্ধু৷
স্বপ্ন ভাঙার বেদনা
এশিয়ান গেমসের জন্য তিনি নিজেকে অনেকখানি তৈরি করেছিলেন৷ রোজ ৬ ঘণ্টার বেশি তিনি কসরৎ করতেন৷ এখন হাসপাতালের শয্যায় তিনি৷ স্বপ্ন তাঁর ভেঙেছে৷ সেটা তিনি মেনে নিয়েছেন৷
হাসপাতালে
হাসপাতালের শয্যায় শুয়ে দালি হাসছেন৷ ইসরায়েল বলেছে, সেদিন যারা মারা গিয়েছে তারা সশস্ত্র বাহিনী এবং ইসরায়েল সেনার ওপর আক্রমণ করতে এগিয়েছিল৷ তাঁর হাসি কি একেই ব্যঙ্গ করছে?
প্রত্যাবর্তন
স্বপ্ন ভাঙার কষ্ট বুকে নিয়ে গাজার হাসপাতাল ছাড়ছেন তরুণ সাইকেল আরোহী দালি৷ ইসরায়েল শরণার্থী ফেরার কোনো ব্যবস্থাই রাখেনি৷
স্বপ্নের শেষ কোথায়
ক্রাচ দিয়ে হাঁটার কষ্ট নিয়ে এক সাইকেল আরোহী গাজার হাসপাতাল ছাড়ছেন৷ ভবিষ্যতে তিনি প্রতিবন্ধী হিসেবেই প্রতিযোগিতায় অংশ নেবেন৷