1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্ধ হলো ‘এর্দোয়ান বার্গার'

ডাগমার ব্রাইটেনবাখ/জেডএইচ১০ মে ২০১৬

জার্মান এক কমেডিয়ান কয়েকদিন আগে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ানকে নিয়ে লেখা একটি ব্যঙ্গাত্মক ছড়া আবৃত্তি করেছিলেন৷ তবে ছড়ার বিষয়বস্তু আপত্তিকর মনে করায় ঐ কমেডিয়ানের বিরুদ্ধে মামলা করেছেন এর্দোয়ান৷

https://p.dw.com/p/1Ikwn
এরই নাম ‘এর্দোয়ান বার্গার'!
ছবি: Urban Burgery

গত ৩১ মার্চ জার্মানির সরকারি জেডডিএফ টেলিভিশনের এক অনুষ্ঠানে ছড়াটি পাঠ করেন কমেডিয়ান ইয়ান ব্যোমারমান৷ ছড়াটির লক্ষ্য ছিল, এর্দোয়ানের আমলে তুরস্কে সংবাদপত্রের স্বাধীনতা যেভাবে চাপের মুখে পড়েছে তার ব্যঙ্গ করা৷ সেটি করতে গিয়ে এক পর্যায়ে ছাগল ও ভেড়ার সঙ্গে এর্দোয়ানের যৌন সম্পর্ক সংক্রান্ত তথ্য উল্লেখ করা হয়৷

এর্দোয়ান এতে ক্ষিপ্ত হয়ে ব্যোমারমানের বিরুদ্ধে মামলা করেন৷ তবে তুর্কি প্রেসিডেন্টের এই পদক্ষেপে খুশি হতে পারেননি অনেকে৷ তাঁদের মধ্যে একজন ইয়র্গ টিমান৷ জার্মানির কোলন শহরে ‘আর্বান বার্গারি' নামে তাঁর একটি রেস্তোরাঁ রয়েছে৷ গত মাসে তিনি খাবারের তালিকায় ‘এর্দোয়ান বার্গার' অন্তর্ভুক্ত করেন৷ বার্গারের ভেতর বিশাল আকারের ছাগলের পনির ঢুকিয়ে এই খাবারটি বানান তিনি৷ বার্গারের এমন নামকরণ অনেককেই টিমানের রেস্তোরাঁয় নিয়ে যায়৷ বার্গারটি এতই জনপ্রিয় হয়ে ওঠে যে, মে মাসের প্রথমদিন বার্গারটি শেষ হয়ে যাওয়ায় আগেভাগেই রেস্তোরাঁটি বন্ধ করে দিতে হয়েছিল৷

তবে এর্দোয়ান বার্গার নিয়ে খুশি নন জার্মানিতে বসবাসকারী তুর্কিদের একাংশ৷ এর মধ্যে অনেকে এর্দোয়ানের সমর্থকও রয়েছেন৷ ফলে সামাজিক মাধ্যমে ‘এর্দোয়ান বার্গার'-এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন অনেকে৷ এছাড়া রেস্তোরাঁর বাইরেও অনেকের সন্দেহজনক ঘোরাঘুরি লক্ষ্য করেন টিমান৷ এর্দোয়ান সমর্থকদের কেউ কেউ আবার টিমানের রেস্তোরাঁয় যাওয়ার হুমকি দিয়েছে৷ এই অবস্থায় ক্রেতাদের নিরাপত্তা দেয়া সম্ভব নয় বলে রেস্তোরাঁটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেন টিমান৷ তবে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর পর রেস্তোরাঁটি আবার খোলার আশা প্রকাশ করেছেন তিনি৷

রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ রাখলেও তুরস্কে মত প্রকাশের স্বাধীনতা আদায়ে তাঁর প্রতিবাদ তিনি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য