1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এমিতে মনোনয়নের রেকর্ড গড়লো নেটফ্লিক্স

২৯ জুলাই ২০২০

করোনার কারণে সারা বিশ্বে যখন ব্যবসামন্দা, নেটফ্লিক্সের তখন রমরমা৷ এমি পুরস্কারে ১৬০টি প্রাইমটাইম মনোনয়ন পেয়ে রেকর্ড গড়েছে তারা৷

https://p.dw.com/p/3g7AE
Streaming Plattform Netflix Logo
ছবি: picture-alliance/NurPhoto/J. Porzycki

লকডাউনের শুরু থেকেই ঘরে বসে থাকা মানুষদের বড় একটা অংশের বিনোদনের প্রধান মাধ্যম নেটফ্লিক্স৷ গত এপ্রিলে অ্যামেরিকার পুঁজিবাজারে তাই নেটফ্লিক্স কোম্পানির শেয়ার রেকর্ড মাত্রা ছুঁয়েছিল৷ অ্যামাজনের ব্যবসাও ভালো চলছিল৷করোনার কারণে ঘরবন্দি মানুষ নানা ধরনের অনলাইন পরিষেবার দিকে ঝোঁকার কারণেই মহামারির সময়েও প্রতিষ্ঠান দুটির ব্যবসা ক্রমশ ভালোর দিকে যেতে থাকে৷

টেলিভিশন অনুষ্ঠানের প্রতিযোগিতা এমিতেও চলছে সেই ধারা৷ এমির মনোনয়ন ঘোষণা করা হয়েছে৷ সেখানে কন্টেন্ট স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স-এর সাফল্য রীতিমতো চোখ কপালে তোলার মতো৷ মোট ১৬০টি প্রাইমটাইম মনোনেয়ন পেয়ে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে তারা৷ ১০৭টি মনোনয়ন পেয়ে নেটফ্লিক্সের ঠিক পেছনেই রয়েছে এইচবিও৷

মোট ২৬টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে এইচবিওর জনপ্রিয় সিরিজ ‘ওয়াচমেন’৷ যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে জর্জ ফ্লয়েড নিহত হওয়ার পর থেকে চলছে বর্ণবাদবিরোধি ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন৷ এ কারণে ‘ওয়াচমেন’ সিরিজের জনপ্রিয়তা আরো বেড়েছে৷

‘টেলিভিশনের জন্য অসাধারণ বছর’
করোনা সংকটে বিনোদন জগৎ প্রায় স্থবির৷ শুটিং বন্ধ, আসছে না কোনো নতুন ছবি৷ কিন্তু অনলাইনে বা টেলিভিশনের সামনে সময় কাটানো সময়, সুযোগ এখন অবারিত৷ এই পরিস্থিতিতেই জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছে নেটফ্লিক্স৷ ডিজনি+, অ্যাপল টিভির দর্শকও বেড়েছে৷ তবে নেটফ্লিক্সের জন্য অসাধারণ কাটছে বছরটা৷ টেলিভিশন অ্যাকাডেমির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী অবশ্য মনে করেন, শুধু নেটফ্লিক্সের জন্য নয়, বছরটা আসলে সার্বিকভাবে টেলিভিশনের জন্যই দুর্দান্ত যাচ্ছে, ‘‘বিনোদন শিল্পের নজিরবিহীন চ্যালেঞ্জের মুখোমুখি হলেও টেলিভিশনের জন্য অসাধারণ কাটছে বছরটা৷’’

এসিবি/কেএম (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান