1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিখোঁজ বিমান অনুসন্ধান

১৪ এপ্রিল ২০১৪

গত ছয় সপ্তাহে সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর মালয়েশিয়া এয়ারলাইন্সের ‘নিখোঁজ’ উড়োজাহাজের খোঁজে ভারত মহাসাগরে নামছে চালকবিহীন ক্ষুদে ডুবোজাহাজ ব্লুফিন-২১৷

https://p.dw.com/p/1BhXI
এই হলুদ বস্তুটিই ব্লুফিন-২১ছবি: picture alliance/AP Photo

এই তল্লাশি অভিযানের নেতৃত্বে থাকা জয়েন্ট এজেন্সি কো-অর্ডিনেশন সেন্টারের ( জেএসিসি) প্রধান অ্যাঙ্গাস হসটন সেমাবার জানান, ‘ওশেন শিল্ড' জাহাজের যন্ত্রপাতি দিয়ে এমএইচ৩৭০ এর ব্ল্যাক বক্সের সংকেত খোঁজার যে কাজ চলছিল, সোমবারই তা বন্ধ করা হবে৷ এরপর বিমানটির ধ্বংসাবশেষের খোঁজে যত দ্রুত সম্ভব সাগরের তলদেশে নামবে মার্কিন নৌবাহনীর ব্লুফিন-২১

মালয়েশীয় বিমানটির ব্ল্যাক বক্স যদি সাগরের তলদেশে থেকেও থাকে, তার ব্যাটারি ইতোমধ্যে ফুরিয়ে যাওয়ার কথা৷ আর এতোদিন পর ভাসমান কোনো ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার আশাও নেই বললেই চলে৷ এই প্রেক্ষাপটে প্রথমবারের মতো কাজ শুরু করতে যাচ্ছে রোবোটিক ডুবোজাহাজ৷

গত ৫ ও ৬ এপ্রিল দুটি জাহাজ দুটি সংকেত পায়, যেগুলো নিখোঁজ বিমানের ব্ল্যাক বক্স থেকে আসতে পারে এমন সম্ভাবনা থাকায় তল্লাশি অভিযান নতুন মোড় নেয়৷ অভিযানে থাকা জাহাজ ‘ওশেন শিল্ড' এ পর্যন্ত চারটি সংকত ধরতে পেরেছে, যার মাধ্যমে অনুসন্ধানের এলাকা কমিয়ে আনা সম্ভব হয়েছ৷

হসটন জানান, ব্ল্যাক বক্স থেকে শেষবার সংকেত পাওয়ার পর ছয়দিন পেরিয়ে গেছে৷ এরপর আর কোনো সাড়া মেলেনি৷ ব্ল্যাক বক্স সাধারণত ৩০ দিন পর্যন্ত সচল থাকে, ফলে এখন সাগর তলে অনুসন্ধান চালানো ছাড়া আর কোনো বিকল্প নেই৷

১৬.২ মিটার দীর্ঘ ব্লুফিন-২১ পানির নিচে ৪ হাজার ৫০০ মিটার নিচ পর্যন্ত নামতে পারে৷ এজন্য সময় লাগে দুই ঘণ্টা৷ আর একবার নেমে কাজ শেষ করতে ২৪ ঘণ্টার মতো সময় লাগে৷ এই ডুবোজাহাজের ‘সাইড স্ক্যানিং সোনার' থেকে শব্দ তরঙ্গ পাঠিয়ে সাগরের তলদেশে নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ খোঁজা হবে৷ প্রাথমিকভাবে নজর দেয়া হবে ৪০ বর্গকিলোমিটার এলাকায়৷ অবশ্য হসটন বরাবরই বলে আসছেন, সাগরতলে কিছু খুঁজে পাওয়া যাবেই, এমন নিশ্চয়তা দেয়া সম্ভব নয়৷

গত ৮ মার্চ ২৩৯ জন আরোহী নিয়ে মালয়েশিয়া থেকে চীনের বেইজিংয়ে যাওয়ার পথে ‘উধাও' হয়ে যায় মালয়েশীয় এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি৷ এরপর বিমানটির কোনো ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি, ছিনতাই হওয়ারও কোনো বিশ্বাসযোগ্য তথ্য মেলেনি৷ আরোহীদের ভাগ্যে কী ঘটেছে, তা জানা যায়নি গত ৩৮ দিনেও৷

জেকে/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য