1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবারের বিশ্বকাপও মাতাবেন টেন্ডুলকার

২৬ জানুয়ারি ২০১১

আধুনিক ক্রিকেট বলতে কি বোঝায়? এই প্রশ্নের একটিই উত্তর, শচীন টেন্ডুলকার৷ টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটের প্রায় সব ধরনের ব্যাটিং রেকর্ডের অধিকারী এই ব্যাটসম্যান শুধু নিজেকেই নন, ক্রিকেট খেলাটিকেও নিয়ে গেছেন এক ভিন্ন উচ্চতায়৷

https://p.dw.com/p/105Ui
শচীন টেন্ডুলকারছবি: AP

অথচ এই গ্রেট ব্যাটসম্যানটির আন্তর্জাতিক ক্রিকেটে কিন্তু অভিষেক হয়েছিল বেশ সাদামাটাভাবে৷ প্রথম ওয়ানডেতেই শূন্য রানে আউট হন তিনি৷ ডেব্যু টেস্টেও করেন মাত্র ১৫ রান৷ কিন্তু ১৬ বছর বয়সে যে যাত্রা শুরু দীর্ঘ দুই দশকে তা বহু বহুদুর এগিয়েছে৷ সমসাময়িক আর কোন ক্রিকেটারকে নিজের আশেপাশে দেখতে পান না শচীন, কিন্তু তিনি এগিয়েই চলেছেন ক্লান্তিহীনভাবে৷ রেকর্ডের কথা বাদ দিলাম, এতদিন ধরে এভাবে টানা ক্রিকেট কিভাবে খেলছেন টেন্ডুলকার সেটা নিয়েই অনেক গবেষণা হয়৷ একটুও মরচে পড়েনি তাঁর ব্যাটিং'এ, বরং দিন দিন যেন সেটা আরও ধারালো হচ্ছে৷

টেন্ডুলকারের ব্যাটিং এ কোন বিশেষ শট নেই, তার কারণ তাঁর পুরো ব্যাটিংটাই হচ্ছে বিশেষ৷ দুই পায়ের অসাধারণ ব্যালান্স ও বলের লাইন লেন্থ দ্রুত বোঝার জাত ক্ষমতা পৃথিবীর যে কোন পিচেই তাঁকে বোলারের চেয়ে এগিয়ে রাখে৷ কি ফ্রন্টফুট কি ব্যাকফুট, যে কোন পজিশনেই টেন্ডুলকারের শটের জোর একদম একরকম৷

টেস্ট এবং ওয়ানডেতে সেঞ্চুরি এবং রানের রেকর্ড সবই তাঁর হাতে৷ এখন সকলেই অপেক্ষা করছেন আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরিটা করে যেতে পারেন কিনা টেন্ডুলকার৷ কারণ টেস্টে ৫১ ও ওয়ানডেতে ৪৬ সেঞ্চুরি হয়ে গেছে তাঁর৷ ওয়ানডেতে ১৭ হাজার রানের মাইলফলক আর কেউ পার হতে পারবে কিনা সন্দেহ রয়েছে৷ টেস্টেও সর্বোচ্চ রানের রেকর্ডটি ১৪ হাজারের ওপর চলে গেছে৷ আর কিছুদিন আগে ওয়ানডেতে এক ম্যাচে ২০০ রান করে ওয়ানডে ইতিহাসে চিরকালের জন্য নিজের নামটি লিখিয়ে নিয়েছেন৷ আসলে ওয়ানডে কিংবা টেস্ট কিংবা নতুন প্রজন্মের টোয়েন্টি টোয়েন্টি যেটাই ভবিষ্যতে থাকুক না কেন, যতদিন পৃথিবীতে ক্রিকেট থাকবে ততদিন শচীন টেন্ডুলকারের নামটিও শ্রদ্ধার সঙ্গেই উচ্চারিত হবে৷