এবারের আসরে সবচেয়ে বেশি রান যাঁদের
এবারের বিশ্বকাপে তিন ম্যাচ শেষে সবচেয়ে বেশি রান ছিল সাকিবের৷ এরপর সেমিফাইনাল পর্যন্ত সবচেয়ে বেশি রানের সংগ্রহ ভারতীয় রোহিত শর্মার৷ ছবিঘরে দেখুন এখন কে কোথায়...
৫. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)
অস্ট্রেলিয়ার অ্যারন ফিন্সকে পেছনে পেলে পঞ্চম অবস্থানে চলে এসেছেন কেন উইলিয়ামসন৷ নয় ম্যাচের আট ইনিংসে ৯১.৩৩ গড়ে তিনি তুলেছেন ৫৪৮ রান৷ দুই সেঞ্চুরি ও দুই হাফ-সেঞ্চুরি রয়েছে তার৷ সর্বোচ্চ সংগ্রহ ১৪৮ রান৷
৪. জো রুট (ইংল্যান্ড)
ইংল্যান্ড সমর্থকদের হতাশ করছেন না জো রুট৷ সেমিফাইনাল পর্যন্ত ১০ ম্যাচে দু’টি সেঞ্চুরি ও তিনটি হাফ-সেঞ্চুরিসহ ৫৪৯ রান নিয়ে তিনি উঠে এসেছেন চতুর্থ অবস্থানে৷
৩. সাকিব আল হাসান (বাংলাদেশ)
এখন পর্যন্ত বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের দিক থেকে তৃতীয় অবস্থানে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান৷ আট ম্যাচে ৮৬.৫৭ গড়ে তিনি তুলেছেন ৬০৬ রান৷ এর মধ্যে শতক আছে দুইটি ও অর্ধশতক পাঁচটি৷
২. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
নিষেধাজ্ঞা কাটিয়ে অস্ট্রেলিয়া দলে ফিরেই আবার নিজের জাত চেনাচ্ছেন বাঁ হাতি ওপেনার৷ ১০ ম্যাচে তিন সেঞ্চুরি ও তিন ফিফটির সুবাদে এ পর্যন্ত তিনি করেছেন ৬৪৭ রান৷
১. রোহিত শর্মা (ভারত)
৬৪৮ রান তুলে বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রানের রেকর্ড রোহিত শর্মার৷ নয় ম্যাচের পাঁচটিতে তিনি সেঞ্চুরি করেছেন৷ ফিফটি আছে একটি৷ গড় ৮১.০০৷ সর্বোচ্চ তুলেছেন ১৪০ রান৷