1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার হজে যেতে লাখ টাকা বেশি

১১ মে ২০২২

এবছর যারা হজে যেতে চান, তাদের জন্য খরচ লাখ টাকার বেশি বাড়ছে বলে ঘোষণা করেছে সরকার৷ বুধবার সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়৷

https://p.dw.com/p/4B7pi
Saudi-Arabien Mekka | Erste Pilger nach Coronasperrung
ছবি: Saudi Ministry of Hajj and Umra/AFP/Getty Images

হজে যাওয়ার জন্য সরকারিভাবে দুটি এবং বেসরকারিভাবে একটি প্যাকেজ চূড়ান্ত করা হয়৷ ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সাংবাদিকের বলেন, সরকারিভাবে হজে যেতে প্রথম প্যাকেজে এ খবরচ হবে ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা৷ আর দ্বিতীয় প্যাকেজের খরচ ধরা হয়েছে ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা৷ তাছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় হজের জন্য জনপ্রতি খরচ ৪ লাখ ৫৬ হাজার ৫৩০ টাকা ঠিক করা হয়েছে৷

এর আগে ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি ওই বছরের জন্য হজ প্যাকেজ অনুমোদন দেওয়া হয়েছিল৷তবে করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ বা ২০২১ বাংলাদেশ থেকে কেউ হজ করতে সৌদি আরবে যেতে পারেননি৷

২০২০ সালে সরকারি ব্যবস্থাপনায় মোট তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল৷ প্যাকেজ-১ এ সর্বমোট ৪ লাখ ২৫ হাজার টাকা, প্যাকেজ-২ এ তিন লাখ ৬০ হাজার এবং প্যাকেজ-৩ এ তিন লাখ ১৫ হাজার টাকা খরচ ধরা হয়েছিল৷ আর বেসরকারি প্যাকেজে তিন লাখ ৫৮ হাজার টাকা খরচ নির্ধারণ করে দেওয়া হয়েছিল৷ 

সে হিসেবে এবার হজে যাওয়ার খরচ বাড়ছে লাখ টাকার বেশি৷ বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার আর বেসরকারি ব্যবস্থাপনার ৫৩ হাজার ৫৮৫ জন এবার হজে যেতে পারবেন৷ চাঁদ দেখা সাপেক্ষে এবার ৯ জুলাই হজ হতে পারে৷

ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন, হজ এজেন্সিগুলো সরকারি ব্যবস্থাপনার প্যাকজ-১ ও প্যাকেজ-২ এর সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি ব্যবস্থাপনায় একাধিক প্যাকেজ ঘোষণা করতে পারবে৷

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসেন তসলিম জানান, তারা তাদের পূর্ণাঙ্গ হজ প্যাকেজ ঘোষণা করবেন বৃহস্পতিবার৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য