এবার হজে যেতে লাখ টাকা বেশি
১১ মে ২০২২হজে যাওয়ার জন্য সরকারিভাবে দুটি এবং বেসরকারিভাবে একটি প্যাকেজ চূড়ান্ত করা হয়৷ ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সাংবাদিকের বলেন, সরকারিভাবে হজে যেতে প্রথম প্যাকেজে এ খবরচ হবে ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা৷ আর দ্বিতীয় প্যাকেজের খরচ ধরা হয়েছে ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা৷ তাছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় হজের জন্য জনপ্রতি খরচ ৪ লাখ ৫৬ হাজার ৫৩০ টাকা ঠিক করা হয়েছে৷
এর আগে ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি ওই বছরের জন্য হজ প্যাকেজ অনুমোদন দেওয়া হয়েছিল৷তবে করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ বা ২০২১ বাংলাদেশ থেকে কেউ হজ করতে সৌদি আরবে যেতে পারেননি৷
২০২০ সালে সরকারি ব্যবস্থাপনায় মোট তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল৷ প্যাকেজ-১ এ সর্বমোট ৪ লাখ ২৫ হাজার টাকা, প্যাকেজ-২ এ তিন লাখ ৬০ হাজার এবং প্যাকেজ-৩ এ তিন লাখ ১৫ হাজার টাকা খরচ ধরা হয়েছিল৷ আর বেসরকারি প্যাকেজে তিন লাখ ৫৮ হাজার টাকা খরচ নির্ধারণ করে দেওয়া হয়েছিল৷
সে হিসেবে এবার হজে যাওয়ার খরচ বাড়ছে লাখ টাকার বেশি৷ বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার আর বেসরকারি ব্যবস্থাপনার ৫৩ হাজার ৫৮৫ জন এবার হজে যেতে পারবেন৷ চাঁদ দেখা সাপেক্ষে এবার ৯ জুলাই হজ হতে পারে৷
ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন, হজ এজেন্সিগুলো সরকারি ব্যবস্থাপনার প্যাকজ-১ ও প্যাকেজ-২ এর সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি ব্যবস্থাপনায় একাধিক প্যাকেজ ঘোষণা করতে পারবে৷
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসেন তসলিম জানান, তারা তাদের পূর্ণাঙ্গ হজ প্যাকেজ ঘোষণা করবেন বৃহস্পতিবার৷
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)