1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার রোহিঙ্গাদের জন্য লড়বেন আমাল ক্লুনি

২৬ ফেব্রুয়ারি ২০২০

জাতিসংঘের আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার সঙ্গে যুক্ত হচ্ছে মালদ্বীপ৷ এজন্য মানবাধিকার আইনজীবী আমাল ক্লুনিকে নিয়োগ দিয়েছে দেশটি৷

https://p.dw.com/p/3YRwo
Amal Alamuddin Clooney in Athen
ছবি: picture-alliance/dpa/O. Panagiotou

বুধবার এসব তথ্য জানিয়েছে মালদ্বীপ সরকার৷ জাতিসংঘের ‘ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস' বা আইসিজে গতমাসে দেয়া সর্বসম্মত এক রায়ে রোহিঙ্গা গণহত্যা বন্ধে জরুরি ব্যবস্থা নিতে মিয়ানমারকে নির্দেশ দিয়েছে৷ গাম্বিয়ার করা মামলার প্রেক্ষিতে এই রায় দেয় জাতিসংঘের ঐ আদালত৷ মামলার পুরো কার্যক্রম শেষ হতে কয়েক বছর লাগতে পারে৷

‘‘মিয়ানমারে গণহত্যার জন্য জবাবদিহিতা আরও আগেই প্রয়োজন ছিল৷ বেঁচে থাকা রোহিঙ্গাদের জন্য বিচারিক প্রতিকার চাওয়ার গুরুত্বপূর্ণ চেষ্টায় অংশ নেয়ার অপেক্ষায় আছি আমি,'' ক্লুনিকে উদ্ধৃত করে জানিয়েছে মালদ্বীপ সরকার৷

আমাল ক্লুনি এর আগে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহামেদ নাশিদের হয়ে মামলা লড়েছেন৷ ২০১৫ সালে নাশিদকে ১৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল৷ ক্লুনির প্রচেষ্টায় অবশেষে জাতিসংঘ এই শাস্তিকে অবৈধ বলে রায় দিয়েছিল৷

নাশিদ এখন দেশটির স্পিকার হিসেবে কাজ করছেন৷

জেডএইচ/কেএম (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান