1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধভারত

এবার রেললাইনও চুরি পশ্চিমবঙ্গে

১০ এপ্রিল ২০২৩

নজির গড়লো পশ্চিমবঙ্গ। বীরভূমে গোটা একটা রেললাইনই চুরি হয়ে যায়। অবশেষে রেললাইনের টুকরো উদ্ধার করেছে পুলিশ।

https://p.dw.com/p/4Priy
ছবি: Seerat Chabba/DW

চুরি এখন আর নতুন খবর নয় পশ্চিমবঙ্গে। পুকুর চুরি থেকে গাড়ি, শিল্পসামগ্রী, সোনাদানা-সহ কত ধরনের চুরির খবর নিত্য আসে। কিন্তু তাই বলে রেললাইন? শুনতে অবাক লাগলেও পশ্চিমবঙ্গে রেললাইনও চুরি হয়ে যাচ্ছে! সেটাও হয়েছে অনুব্রত মণ্ডলের বীরভূমে।

অন্ডাল থেকে পলাশস্থলীর ট্রেন লাইনের অনেকটা অংশ চুরি হয়ে গেছিল। সেই রেললাইন কেটে কেটে কাঁকড়াতলা থানার কৈথি গ্রামের ঝোপজঙ্গলে রাখা হয়েছিল। কিছু টুকরো পাচারও হতে পারে।

শনিবার রেলপুলিশ ও কাঁকড়াতলা থানা যৌথ অভিযান চালায়। প্রথমে তারা দুইজনকে গ্রেপ্তার করে। তাদের নাম শেখ ইন্তাজ ও শেখ আলতাব। তাদের জেরা করার পর, কৈথির ঝোপ-জঙ্গল থেকে রেললাইনের ৩০টি টুকরো উদ্ধার করা হয়।

যে রেললাইন চুরি করা হয়েছিল, তা অন্ডাল ও পলাশস্থলীর লাইন। এখানে আগে কয়লাখনি থাকায় রেল চলতো। এখন আর চলে না। এই অবস্থায় হঠাৎ কাঁকড়াতলার মানুষ দেখেন, রেললাইন উধাও হয়ে যাচ্ছে। এ নিয়ে চাঞ্চল্য দেখা দেয়। স্থানীয় মানুষের আলোচনার বিষয় হয়ে ওঠে এই রেললাইন চুরি। প্রশ্ন ওঠে, কোথায় যাচ্ছে এই রেললাইন?

রেল কর্তৃপক্ষের টনক নড়ে। রেলপুলিশ তদন্ত শুরু করে। তারা স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে। যৌথ তদন্ত শুরু হয়। তদন্তে দেখা যায়, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা রেললাইনের একটা বড় অংশ চুরি করেছে। তারা সেই রেললাইন মোটা টাকায় বেচে দেয়ার চেষ্টায় ছিল। সেজন্যই কেটে রেখে দেয়া হয়েছিল।

পুলিশ প্রাথমিক তদন্তের পর মনে করছে, এর পিছনে আরো বড় মাথা থাকতে পারে। এটা দুই সাধারণ দুষ্কৃতীর কাজ নাও হতে পারে। তাছাড়া লাইনের  আরও টুকরো থাকতে পারে বলে পুলিশের সন্দেহ। সেজন্য তদন্ত এখনো বহাল রাখা হয়েছে।

জিএইচ/এসজি (হিন্দুস্তান টাইমস, নিউজ১৮বাংলা)