এবার ডার্মস্টাটে ঘটল যৌন হয়রানির ঘটনা
১ জুন ২০১৬ডার্মস্টাটের শ্লসগ্রাবেনফেস্টে দৃশ্যত একই ধরনের ঘটনা ঘটেছে, নিউ ইয়ার্স ইভে কোলন শহরের মুখ্য রেলওয়ে স্টেশনের সামনের চত্বরে যেমনটি ঘটেছিল৷ গানের জলসায় তরুণ-তরুণীদের ভিড় হওয়াটা স্বাভাবিক৷ শ্লসগ্রাবেনফেস্টে সেরকমই ভিড় ছিল৷
স্টেজ থেকে সেটা আরো ভালোভাবে বোঝা যায়৷
ভিড়ের সুযোগ নিয়ে একদল পুরুষ মহিলাদের কাছে আসে ও তাঁদের যৌন হয়রানি করে৷ হয়রানির শিকার কয়েকজন নারী পুলিশকে জানান যে, আক্রমণকারীরা সম্ভবত দক্ষিণ এশিয়ার৷ এর পর পুলিশ গানের জলসা থেকেই তিনজন পাকিস্তানিকে গ্রেপ্তার করে৷ গ্রেপ্তারকৃতদের বয়স ২৮ থেকে ৩১ বছরের মধ্যে৷ তাদের মধ্যে অন্তত দু'জন নাকি রাজনৈতিক আশ্রয়প্রার্থী৷ গ্রেপ্তারকৃতদের পরে ছেড়ে দেওয়া হয়৷
নববর্ষের প্রাক্কালে কোলন রেলওয়ে স্টেশনের সামনে অনেক বেশি নারীর উপর হামলা - বিশেষত মোবাইল ফোন ইত্যাদি ছিনতাই ও সেই সঙ্গে যৌন হয়রানি করা হয়েছিল৷ পুলিশের কাছে তা নিয়ে অভিযোগ দাখিল করেছিলেন ১ হাজার ১৭০ জন নারী, যার মধ্যে ৪৯২টি অভিযোগ ছিল যৌন হয়রানি সংক্রান্ত৷ ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন যে, আক্রমণকারীরা সম্ভবত উত্তর আফ্রিকা ও আরব উপদ্বীপের মানুষ; এমনকি তাদের নাকি আরবি ভাষায় কথা বলতে শোনা গেছে৷ কোলনের ঘটনার সঙ্গে উদ্বাস্তু সংকট জড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে জার্মান সংসদে বিতর্কও হয়েছে৷
এসি/এসিবি (এপি, এএফপি)