1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘরের লিগে মনোযোগ

৮ ডিসেম্বর ২০১২

চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বোরুসিয়া ডর্টমুন্ড৷ তবে তাতেই তারা গা ভাসিয়ে দিতে রাজি নয়৷ অন্যদিকে লিড ধরে রাখতে বদ্ধপরিকর বায়ার্ন মিউনিখ৷

https://p.dw.com/p/16ySB
Fußball Bundesliga 15. Spieltag: FC Bayern München - Borussia Dortmund am 01.12.2012 in der Allianz Arena in München (Bayern). Bayerns Javier Martinez (l) im Kampf um den Ball mit Mario Götze aus Dortmund. Foto: Marc Müller/dpa (Achtung: Hinweis zur Bildnutzung! Die DFL erlaubt die Weiterverwertung von maximal 15 Fotos (keine Sequenzbilder und keine videoähnlichen Fotostrecken) während des Spiels (einschließlich Halbzeit) aus dem Stadion und/oder vom Spiel im Internet und in Online-Medien. Uneingeschränkt gestattet ist die Weiterleitung digitalisierter Aufnahmen bereits während des Spiels ausschließlich zur internen redaktionellen Bearbeitung (z.B. via Bilddatenbanken).) +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

বুন্ডেসলিগায় বর্তমানে সবার আগে রয়েছে বায়ার্ন মিউনিখ৷ গত দুইবার তারা লিগ টাইটেল বোরুসিয়া ডর্টমুন্ডের কাছে খুইয়েছে৷ তাই এবার শুরু থেকেই তারা দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে ঘরোয়া লিগে৷ প্রথম সাত ম্যাচে তারা টানা জয় পেয়েছে, যা বুন্ডেসলিগার ইতিহাসে সচরাচর দেখা যায় না৷ লিগ টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে বায়ার লেভারকুজেন এবং তার পরেই রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডর্টমুন্ড৷ তবে বায়ার্ন মিউনিখের লক্ষ্য এখন শীতকালীন বিরতির আগে যেভাবে হোক এখনকার ব্যবধান ধরে রাখা এবং তার আগের সবগুলো ম্যাচে জেতা৷ যাতে করে লিগের দ্বিতীয় পর্যায়ে একটি সুবিধাজনক অবস্থানে থেকেই শুরু করা যায৷

এই ব্যাপারে বায়ার্নের ক্রীড়া পরিচালক মাথিয়াস জামার বলেন, ‘‘আমরা এখনও চাপের মধ্যে রয়েছি৷ আমরা বড়দিনের আগে কোন কিছু ছেড়ে দিতে চাই না৷ আমরা এখন যে সুবিধা পাচ্ছি তা হাতছাড়া করার পক্ষে নই৷'' অন্যদিকে বায়ার্নের অধিনায়ক ফিলিপ লামও একইসুরে বলেন,‘‘আমরা এখন যে লিড নিয়ে আছি তা ধরে রাখতে চাই এবং তা আরও বাড়াতে চাই৷'' উল্লেখ্য, বায়ার্ন মিউনিখ দ্বিতীয় অবস্থানে থাকা লেভারকুজেনের চেয়ে আট পয়েন্ট এগিয়ে৷

এদিকে, চ্যম্পিয়ন্স লিগে নিজেদের ‘ঘরের দল' এর দুর্নাম দূর করতে পেরেছে ডর্টমুন্ড৷ এবার অত্যন্ত কঠিন গ্রুপে পড়েছে তারা৷ তা সত্ত্বেও রেয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি আর অ্যাজাক্স এর মতো দলের বিরুদ্ধে জয় পেয়েছে তারা৷ এই মুহূর্তে গ্রুপে তারাই সবার আগে৷ তাই ডর্টমুন্ড চ্যম্পিয়ন্স লিগে এবার দারুণ কিছু করে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে৷ তবে ঘরোয়া লিগ নিয়েও তারা এখন ভাবছে৷ এই মুহূর্তে তৃতীয় অবস্থানে থাকা হলুদ জার্সিরা আগামী ম্যাচগুলোতে ভালো কিছু করতে চায়৷ ডর্টমুন্ডের পরিচালক হান্স ইওয়াখিম ভাট্জকে বলেন, ‘‘এটা সত্যই অসাধারণ যে আন্তর্জাতিক পর্যায়ে দল এমন কিছু করে দেখিয়েছে৷ তবে আপাতত সেটা ভুলে যাওয়ার সময় এসেছে৷ আগামী ২০ ডিসেম্বরের ড্র-র আগে দুশ্চিন্তার কিছু নেই৷ এখন আমাদের চিন্তা জার্মানির দুটি টুর্নামেন্ট নিয়ে৷''

আরআই/এএইচ (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য