এবার গ্রেপ্তার শামীম
২০ সেপ্টেম্বর ২০১৯ঢাকার নিকেতনের ওই অফিস থেকে শামীম ও তার সাত দেহরক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল মোস্তফা সারোয়ার জানিয়েছেন৷
ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শুক্রবার দুপুরের আগে নিকেতনের ওই ভবন ঘিরে তাদের অভিযান শুরু হয়, চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত৷
অভিযান শেষে র্যাবের নির্বাহী হাকিম সারওয়ার আলম সাংবাদিকদের জানান, ‘‘বিভিন্ন ব্যাংকে এফডিআর করে রাখা ১৬৫ কোটি ২৭ লাখ টাকার নথি তারা শামীমের অফিস কক্ষে পেয়েছেন৷ এর মধ্যে বড় একটি অংশ তার মায়ের নামে রাখা৷ এর পাশাপাশি ১ কোটি ৮১ লাখ ২৮ হাজার টাকা, ৯ হাজার মার্কিন ডলার এবং ৭৫২ সিঙ্গাপুরি ডলার সেখানে পাওয়া গেছে৷
"মোট আটটি আগ্নেয়াস্ত্র আমরা পেয়েছি৷ এগুলো বৈধ অস্ত্র বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে, তবে এগুলোর অবৈধ ব্যবহারের তথ্য রয়েছে৷''
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দক্ষিণপাড়া গ্রামের মো. আফসার উদ্দিন মাস্টারের ছেলে শামীম থাকেন বনানীর ডিওএইচএসে৷ আর নিকেতনে ৫ নম্বর সড়কের ১৪৪ নম্বর ভবনটি তিনি তার জিকেবি অ্যান্ড কোম্পানি লিমিটেডের অফিস হিসেবে ব্যবহার করেন৷
তার চলাফেরার সময় শটগানধারী ছয় দেহরক্ষীর ‘প্রটেকশন' নিয়ে শুক্রবার কয়েকটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়৷ তাকে বৃহস্পতিবারই আটক করেছে বলে গুঞ্জন শোনা গেলেও র্যাবের পক্ষ থেকে শুক্রবার বিষয়টি নিশ্চিত করা হয়৷
কলাবাগান ক্রীড়াচক্র ঘিরে র্যাব
ঢাকার ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও ওয়ান্ডারার্স ক্লাবে ক্যাসিনো পাওয়ার পর শুক্রবার বিকালে ধানমণ্ডির কলাবাগান ক্রীড়াচক্র ঘিরে অভিযানের প্রস্তুতি নিচ্ছে র্যাব৷
র্যাব-২ এর উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বলেন, "আমরা কলাবাগান ক্লাবেও অভিযান চালাব, এখন আমরা ম্যাজিস্ট্রেটের অপেক্ষায় রয়েছি৷''
ক্লাবের সভাপতি শফিকুল আলম ফিরোজকে আটক করার গুঞ্জনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ফারুকী বলেন, "এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি, আমরা অপেক্ষায় রয়েছি৷''
যুবলীগ থেকে খালেদ বহিষ্কার
ঢাকার ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবে ক্যাসিনো চালানোর অভিযোগে গ্রেপ্তার যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে৷
যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাম্প্রতিক সময়ে খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় কেন্দ্রীয় যুবলীগ জরুরি ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে৷''
কী কারণ দেখিয়ে খালেদকে বহিষ্কার করা হয়েছে সেই প্রশ্নে তিনি বলেন,"আপাতত খালেদ বহিষ্কার। পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে৷''
এসআই/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)