1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক গ্রেপ্তার

২১ এপ্রিল ২০২১

খুলনায় এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে ফেসবুকে জেলার মেয়র তালুকদার আবদুল খালেকের সম্মানহানির অভিযোগ আনা ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায়৷ 

https://p.dw.com/p/3sJ7Q
Abu Tayab Munshi, Journalist aus Khulna, Bangladesch
সাংবাদিক আবু তৈয়ব মুন্সীছবি: BD News

গ্রেপ্তার আবু তৈয়ব মুন্সী বেসরকারি টিভি চ্যানেল এনটিভির খুলনা ব্যুরোর প্রধান৷ ফেইসবুকে আবু তৈয়ব মুন্সীর এক লেখায় মেয়রের সম্মানহানি হয়েছে বলে মামলায় অভিযোগ আনা হয়েছে৷

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে খুলনা থানার ওসি আশরাফুল আলম জানান, খুলনা সিটির মেয়র মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক মঙ্গলবার বিকালে এই মামলা করেন৷ পরে রাত সাড়ে ১০টার দিকে শহরের নূরনগর এলাকার বাসা থেকে তৈয়বকে গ্রেপ্তার করা হয়৷ 

ওসি বলেন, ‘‘সাংবাদিক তৈয়ব সম্প্রতি মেয়রকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি লেখা পোস্ট করেন৷ সেখানে মেয়রের বিরুদ্ধে মোংলা কাস্টমসে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ উত্থাপন করা হয়৷ এতে মেয়রের সম্মানহানি হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে৷’’

গ্রেপ্তারের পর সাংবাদিকেরা মেয়রের দপ্তরে গেলে মেয়র কথা বলতে রাজি হননি৷ মেয়রের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে ফোন বন্ধ পাওয়া যায়৷

বুধবার সকালে খুলনার মেয়র সাংবাদিকদের বলেন, ‘‘গত দুই-তিন দিন ধরে ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আবু তৈয়ব আমার বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা খবর ও কুৎসা প্রচার করেছেন৷

এতে আমার দীর্ঘদিনের রাজনৈতিক ভাবমূর্তি ও সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ফলে আমি তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছি৷’’

সাংবাদিক তৈয়বকে বুধবার আদালতে হাজির করা হবে বলে ওসি আশরাফুল জানান৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য