1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফরাসি নাগরিক জিম্মি

২৪ সেপ্টেম্বর ২০১৪

আইএস-এর বিরুদ্ধে ফ্রান্স বিমান হামলা বন্ধ না করলে এক জিম্মিকে হত্যার হুমকি দিয়েছে আলজেরিয়ার এক জঙ্গি সংগঠন৷ আইএস মুসলমানদের প্রতি পশ্চিমা দেশের নাগরিকদের হত্যার আহ্বান জানানোর পরই ফ্রান্সের ওই নাগরিককে জিম্মি করা হয়৷

https://p.dw.com/p/1DJXL
Screenshot Herve Pierre Gourdel Facebook Profil Gemeinschaft Hilfe Geisel Algerien IS
ছবি: Facebook

ইসলামিক স্টেট (আইএস) এক বিবৃতিতে বিশ্বের সব মুসলমানের প্রতি পশ্চিমা দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের নাগরিকদের হত্যা করার আহ্বান জানায়৷ আইএস-এর বিরুদ্ধে দেশ দুটি বিমান হামলায় অংশ নিচ্ছে বলেই এমন আহ্বান৷ তারপর রোববারই আলজেরিয়ার পূর্বাঞ্চলীয় পাহাড়ি এলাকা তিজি উজু থেকে এক ফরাসি নাগরিককে জিম্মি করে জুন্দ আল খালিফা (খেলাফতের সৈনিক) নামের একটি ইসলামি জঙ্গি সংগঠন৷ সংগঠনটি এক সময় আল-কায়েদার অনুসারী ছিল৷

Herve Gourdel Frankreich Geisel IS Algerien
অ্যার্ভে গুর্ডেলছবি: picture-alliance/dpa/PhotoPQR/Nice Matin/Richard RAY

রোববার তিজি উজু অঞ্চলের জুরজুরা ন্যাশনাল পার্ক থেকে জিম্মি করা হয় ফরাসি নাগরিক অ্যার্ভে গুর্ডেলকে৷ তাঁর বয়স ৫৫৷ শনিবারই তিনি ফ্রান্সের নিস শহর থেকে আলজেরিয়ায় যান৷ একদিন পরই পাহাড়ের হাইকিং করতে গিয়ে তিনি জিম্মি৷ আইএস-এর মতো জুন্দ আল খালিফাও একটি ভিডিও প্রচার করেছে৷ ভিডিওতে সাদা চুলের, চশমা পরা অ্যার্ভে গুর্ডেলকে দেখিয়ে বলা হয়েছে, ফ্রান্স ইরাকে আইএস বিরোধী বিমান অভিযান বন্ধ না করলে তাঁকে হত্যা করা হবে৷ আইএস এ পর্যন্ত ভিডিও চিত্র প্রচার করার পর যুক্তরাষ্ট্রের দুই সাংবাদিক স্টিভেন সটলফ এবং জেমস ফলিকে শিরশ্ছেদ করে হত্যা করেছে৷

জুন্দ আল খালিফার হুমকির মুখেও অবশ্য ফ্রান্স জানিয়েছে, ইরাকে তাদের আইএস বিরোধী বিমান অভিযান চলবে৷ প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ বলেছেন, ‘‘আমরা কোনো ব্ল্যাকমেলিংয়ের প্রয়াস, আল্টিমেটাম বা চাপের কাছে মাথা নত করবোনা৷ এটা আমাদের স্বাধীনতা, নিরাপত্তা এবং সার্বভৌমত্বের ওপর হুমকি৷ কোনো সন্ত্রাসী সংগঠন কখনোই ফ্রান্সের ইচ্ছা, অবস্থান এবং স্বাধীনতার ওপর প্রভাব বিস্তার করতে পারেনা৷'' ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী জঁ ইভ ল্য দ্রিয়ঁ-ও বলেছেন, ‘‘আমরা আমাদের দায়িত্ব পালন করে যাবো৷ আমরা নিশ্চিতভাবে আগামীতেও (বিমান) হামলা চালিয়ে যাবো৷''

এসিবি/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য