এবার অলিম্পিক আয়োজন করতে চায় দক্ষিণ আফ্রিকা
৯ জুলাই ২০১১ফুটবলকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার যে লক্ষ্য নিয়ে গত বছর প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, তা বেশ সফল হয়েছে বলা চলে৷ উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরার ওয়াকা ওয়াকা, স্টেডিয়ামের গ্যালারিতে কর্ণবিদারী ভুভূজেলা ছিল যেন আফ্রিকান বিশ্বকাপের বিশেষ বৈশিষ্ট্য৷ এই সাফল্যের পর এখন দক্ষিণ আফ্রিকান প্রশাসন অলিম্পিক আয়োজনের কথা চিন্তা করছে৷ শনিবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান জ্যাক রগ তেমন কথাই জানালেন৷ ডারবানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠক শেষে রগ বলেন, বিশ্বকাপের সময় দক্ষিণ আফ্রিকা প্রমান করেছে তারা বড় আসর আয়োজনে সক্ষম৷ জাতি হিসেবে তাই তারা অলিম্পিকের জন্যও এখন প্রস্তুত৷ রগ আরও জানিয়েছেন, আপাতত মনে করা হচ্ছে দক্ষিণ আফ্রিকা আগামী ২০২০ সালের অলিম্পিকের কথা চিন্তাভাবনা করছে৷ তবে সেটা ২০২৪ সালের জন্যও হতে পারে৷ অন্তত প্রিটোরিয়ার প্রশাসনের মতামতও এখন পর্যন্ত তেমনই৷ তবে দক্ষিণ আফ্রিকার অলিম্পিক কমিটির প্রধান নির্বাহী টাবি রেডি জানিয়েছেন, তারা সরকারের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য চেষ্টা করছেন, যাতে করে ২০২০ সালের অলিম্পিকের জন্য তারা স্বাগতিক হতে পারেন৷
তবে দক্ষিণ আফ্রিকার এই প্রচেষ্টা যতটা সহজ বলে মনে হয়েছিল ততটা হবে না৷ কারণ এতদিন পর্যন্ত ২০২০ সালের স্বাগতিক হওয়ার দৌঁড়ে রোমের নাম শোনা যাচ্ছিল৷ এবার তার সঙ্গে যোগ হয়েছে নিউ ইয়র্ক৷ সর্বশেষ ২০১৬ সালের অলিম্পিক আয়োজনের লড়াইয়ে শিকাগো প্রথম রাউন্ডে বাদ পড়ে যায়৷ স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা উপস্থিত থেকেও সুবিধা করতে পারেন নি৷ স্বাগতিক হিসেবে নির্বাচিত হয় ব্রাজিলের রিও ডি জেনিরো৷ এরপর মার্কিন অলিম্পিক কমিটি জানিয়েছিল তারা আগামী নয় বছর অলিম্পিকের জন্য চেষ্টা করবে না৷ কিন্তু সম্প্রতি সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে৷ যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটির নেতৃত্বে পরিবর্তন আসার পর তারা এখন নিউ ইয়র্ককে অলিম্পিক ভেন্যু হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান জ্যাক রগ৷ তিনি অবশ্য এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: আরাফাতুল ইসলাম