অনলাইনে শিশুদের হামাগুড়ি প্রতিযোগিতা
২ জুন ২০২০সাধারণত প্রতিবছর বাস্কেটবল ম্যাচের বিরতিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে৷ তবে এবার লকডাউনের কারণে অনলাইনে তার আয়োজন করতে হয়েছে৷ ফেসবুকে তা সরাসরি সম্প্রচারিত হয়েছে৷
ছয় মাস থেকে একবছর বয়সি মোট ১৩টি শিশু এবার নিজেদের বাসায় থেকে প্রতিযোগিতায় অংশ নিয়েছে৷ ঘুম পাওয়ায় ১৪তম শিশুটির অংশ নেয়া সম্ভব হয়নি৷
এত কমবয়সি শিশুরা কীভাবে প্রতিযোগিতায় অংশ নিলো? অলিভিয়ার মা আনা জানালেন, ‘‘অলিভিয়াতো আর বুঝতে পারেনি যে, এটা একটা প্রতিযোগিতা৷ আমরা শুধু পাঁচ মিটার দূরত্বের শেষে আমাদের পোষাপ্রাণীর খাবার পাত্রটি রেখে দিয়েছিলাম, যা ওর (অলিভিয়া) সবচেয়ে প্রিয়৷ ওর খেলনার দরকার নেই৷’’
অন্য বাচ্চাদের ক্ষেত্রে প্রিয় খেলনা, মায়ের আদর কিংবা খোলা ডিশওয়াশারের লোভ দেখানোর চেষ্টা করা হয়েছে৷
শিশুদের এই বার্ষিক প্রতিযোগিতার আয়োজক রাইতাস ভিলনিয়ুস বাস্কেটবল ক্লাবের মার্কেটিং প্রধান লরেতা স্টাকাউসকাইতে বলছেন, ‘‘আমরা প্রতিবছর বাস্কেটবল ম্যাচের বিরতিতে দর্শকদের বিনোদন দিতে এর আয়োজন করে থাকি৷ কিন্তু এবার করোনা মহামারির কারণে ম্য্যাচ বাতিল করতে হয়েছে৷ তবে ক্ষুদে সমর্থকদের হতাশ না করতে এবার অনলাইনে তার আয়োজন করেছি৷’’
জেডএইচ/এসিবি (রয়টার্স)
৫ মে’র ছবিঘরটি দেখুন...