এফএ কাপ
৬ মে ২০১২শনিবার অ্যান্ডি ক্যারোলের গোল নিয়ে বিতর্কের মাঝেও শেষ পর্যন্ত শক্ত প্রতিপক্ষ লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ছিনিয়ে নিয়েছে দ্রগবা-টেরি'র দল৷ খেলার মাত্র ১১ মিনিটে রামিরেসের প্রথম গোল৷ এরপরই ৫২ মিনিটে প্রয়োজনীয় গোলটি করে জয় নিশ্চিত করেন রেকর্ডধারী তারকা দ্রগবা৷ কিন্তু লিভারপুলের বদলি খেলোয়াড় অ্যান্ডি ক্যারোল মাঠে নামার কিছুক্ষণ পরেই ৬৪ মিনিটে চেলসির দৌড় কিছুটা থামিয়ে দেন৷ আর ৮২ মিনিটে বলে হেড করেই উল্লাসে ফেটে পড়েন ক্যারোল৷ ভেবেছিলেন গোল, কিন্তু দক্ষ গোল রক্ষক পেটর কেচ একেবারে চুলচেরা বিচারের মুখে ফেলে দেন বিচারকদের৷ শেষ পর্যন্ত সিদ্ধান্ত যায় চেলসির পক্ষেই৷
তবে কেচ এই বিতর্কের পর নিজের কৃতিত্ব নিয়ে কথা বলার চেয়ে জোর দাবি তুলেছেন এ ধরণের গোল বিতর্ক মিমাংসার জন্য প্রযুক্তিগত সহায়তা নেওয়ার৷ তাঁর দাবি, টেনিস, ক্রিকেটের মতো খেলায় এমন সূক্ষ্ণ তারতম্য বিবেচনার জন্য প্রযুক্তির সাহায্য নেওয়া হলে ফুটবলে কেন তা প্রয়োগ করা হবে না? বরং বলের পুরোটা গোলের মধ্যে গেছে কি না তা নির্ণয়ে আরো দশ বছর আগেই প্রয়োজনীয় প্রযুক্তি ব্যবহার করা উচিৎ ছিল৷
যাহোক, এসব বিতর্কের পরেও দ্রগবা, ডি মাত্তেও আর টেরিসহ গোটা চেলসি দলের প্রশংসায় পঞ্চমুখ যুক্তরাজ্যের গণমাধ্যম৷ এফএ কাপের গত ছয় মৌসুমের চারটিতেই শিরোপা জিতল চেলসি৷ আর চারটি ফাইনালেই গোল করে চেলসিকে শিরোপা এনে দিয়ে রেকর্ড গড়েছেন আইভরি কোস্ট তারকা দ্রগবা৷ তাইতো, সানডে টাইমস লিখেছে, ‘‘এফএ কাপ ফাইনালের ইতিহাসে সবচেয়ে মহান দিদিয়ের দ্রগবা''৷ আর উইম্বলের মাঠে দ্রগবার অষ্টম গোলের উল্লেখ করে ইন্ডিপেন্ডেন্ট দ্রগবাকে আখ্যায়িত করেছে ‘বীর নায়ক ও ঐতিহাসিক মানব' হিসেবে৷
তবে চেলসির এই জয় একইসাথে সুবাতাস বয়ে এনেছে চেলসির ভারপ্রাপ্ত কোচ ইটালিয়ান তারকা রবার্তো ডি মাত্তেও'র জন্যও৷ চেলসির সাবেক কোচ আন্দ্রে ভিলাস-বোয়াস এর বিদায়ের পর চলতি মৌসুমের বাকি সময়ের জন্য দায়িত্ব নিয়ে যেন চেলসির মোড় ঘুরিয়ে দিয়েছেন ডি মাত্তেও৷ এবার এফএ কাপ জয়ের পর তাই অধিনায়ক জন টেরি স্পষ্টই বলে দিয়েছেন, ডি মাত্তেও ইতিমধ্যে যথেষ্ট সাফল্য দেখিয়েছেন এবং তিনি দলের মূল কোচ হিসেবে সম্পূর্ণ দায়িত্ব গ্রহণের জন্য উপযুক্ত৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: রিয়াজুল ইসলাম