1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিকেটে নারীরা

আরাফাতুল ইসলাম১ ডিসেম্বর ২০১৫

পাপুয়া নিউগিনিকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের সেমিফাইনালে পৌঁছে গেছেন বাংলাদেশের নারী ক্রিকেট টিম৷ ব্যাটিং-এ সুবিধা করতে না পারলেও শক্তিশালী বোলিং টাইগারদের এই সাফল্য এনে দিয়েছে৷

https://p.dw.com/p/1HFLX
Bangladesch vs England Cricket Weltmeisterschaft
ছবি: Reuters/D. Gray

পাপুয়া নিউগিনিকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের সেমিফাইনালে পৌঁছে গেছেন বাংলাদেশের নারী ক্রিকেট টিম৷ ব্যাটিং-এ সুবিধা করতে না পারলেও শক্তিশালী বোলিং টাইগারদের এই সাফল্য এনে দিয়েছে৷

ব্যাংককে মঙ্গলবার বিশ্বকাপের বাছাইপর্বে পাপুয়া নিউগিনির বিপক্ষে শুরুতে ব্যাট করে ১০০ রান করেন বাংলাদেশের নারী ক্রিকেটররা৷ জবাবে খেলতে নেমে ৫৯ রানে অলআউট হয় প্রতিপক্ষ৷ ফলে শুরুতে ব্যাটিং ভালো না করলেও সামগ্রিকভাবে জয় ছিনিয়ে আনেন টাইগাররা৷

বাংলাদেশ দলের সাফল্যের পেছেন দুই ক্রিকেটার রুমানা আহমেদ এবং আয়েশা রহমানের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ওয়েবসাইটে৷ ২৪ বছর বয়সি এই অলরাউন্ডার বাছাইপর্বের প্রথম দুই ম্যাচে পাঁচ উইকেট তুলে নিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দেন৷ স্কটল্যান্ডের বিপক্ষে নয় রানের বিনিময়ে তিন উইকেট তুলে ‘প্লেয়ার অফ দ্যা ম্যাচ' হন তিনি৷

অন্যদিকে, আয়েশা একজন ওপেনার৷ থাইল্যান্ডের বিপক্ষে ৩২ বলে ৩০ রান করে তাক লাগিয়ে দেন তিনি৷ গত ছয় ম্যাচের মাত্র একটিতে তিনি ২০ রানের কম করে আউট হন৷

বৃহস্পতিবার সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে জিম্বাবোয়ে৷ সেই ম্যাচে জয় পেলেই বাংলাদেশের সামনে খুলে যাবে সম্ভাবনার আরেকটি দুয়ার৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য