ইউরোপে দারিদ্র্য
২০ মার্চ ২০১৩কিছুটা বিস্ময়ের সৃষ্টি করলেও সত্যি যে, এখন শুধু উন্নয়নশীল দেশগুলিই নয়, ইউরোপের অনেক দেশও দানসামগ্রীর ওপর নির্ভরশীল৷
রেড ক্রসের এক মুখপাত্র জানান, ‘‘এমনকি মধ্যবিত্ত শ্রেণির মানুষরাও বিপাকে পড়েছেন৷ অনেকে কাজ হারিয়ে সাহায্যের আশায় আমাদের কাছে আসছেন৷ দারিদ্র্যের প্রকট বেড়ে যাওয়ায় ইউরোপীয় ইউনিয়নের প্রায় ২০টি দেশে আন্তর্জাতিক রেড ক্রস খাদ্যদ্রব্য বিলি করছে৷ শুধু স্পেনেই ৩০ লক্ষের মত মানুষ দানসামগ্রীর ওপর নির্ভরশীল৷ ভোজ্যপণ্য ছাড়াও বাড়িভাড়া, পানি ও বিদ্যুতের জন্যও সাহায্য করতে হচ্ছে৷''
ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট জোসে মানুয়েল বারোসো আগামী শীর্ষ সম্মেলনে এটিকে আলোচনার মুখ্য বিষয় করবেন বলে জানিয়েছেন৷ ইইউ কমিশনের এক রিপোর্ট অনুযায়ী, এই দারিদ্র্য স্থায়ীভাবে গেড়ে বসতে পারে৷ বিশেষ করে অভিবাসী ও তরুণ সম্প্রদায়ই ঝুঁকির মুখে৷
সামাজিক বিভাজন
দারিদ্র্য-গবেষক ও রাষ্ট্র বিজ্ঞানী ক্রিস্টফ বুটারভেগের মতে, ‘‘সমাজের এই বিভাজনকে সব ক্ষেত্রেই রোধ করতে হবে৷ মানুষের বেঁচে থাকার জন্য ন্যূনতম মজুরির নিশ্চয়তা থাকতে হবে৷''
২০০৮ সালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দেওয়ার পর থেকে ইউরোপীয় ইউনিয়নের অর্ধেক দেশ দারিদ্র্যের কবলে পড়েছে৷ এই অবস্থা সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে বুলগেরিয়ায়৷ দেশটির জনসাধারণের প্রায় অর্ধেকই আর্থিক টানাটানির মধ্য বাস করছে৷
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির মধ্যে ধনী-দরিদ্রের ফারাকটাও বাড়ছে৷ জার্মানিতে আন্তর্জাতিক সাহায্য প্রতিষ্ঠানগুলির খাদ্যদ্রব্য দান করতে হয় না৷ অন্যদিকে গ্রিসে দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে হচ্ছে সাহায্য সংস্থাগুলির৷ সেখানে অনেক মানুষেরই স্বাস্থ্য বিমা নেই৷ অসুখ হলে ডাক্তার দেখাবার মত সামর্থ্যও অনেকের নেই৷
রেডক্রস সক্রিয়
জার্মান রেড ক্রসের মুখপাত্র ফ্রেডরিক বার্কেনহামার জানান, ‘‘যেসব দেশে দারিদ্র্য প্রকট হয়ে উঠেছে, সেসব দেশে সাহায্য সংস্থাগুলিকে এগিয়ে আসতে হচ্ছে৷ ইউরোপে এটা একটা নতুন বিষয়৷''
ইউরোপীয় ইউনিয়নের কোনো কোনো দেশে বহুদিন ধরেই রেড ক্রস সক্রিয়৷ বিশেষ কর্মসূচির মাধ্যমে সংস্থাটি খাদ্যসামগ্রী বিতরণ করছে৷ আর এসব কর্মকাণ্ড চলে দানের টাকায়৷ সেখানে দারিদ্র্য শুধু প্রান্তিক গোষ্ঠীকেই আক্রান্ত করেনি, সমাজের মাঝখানেও থাবা মারছে বলে জানান ক্রিস্টফ বুটারভেগে৷ বিশেষ করে পূর্ব ইউরোপীয় দেশগুলি আর্থিক টানাটানির শিকার৷ সে সব দেশে মানুষের সঞ্চয় কম, রয়েছে সামাজিক নিরাপত্তারও অভাব৷
সাহায্যপ্রার্থী স্বদেশের মানুষ
স্পেনের রেড ক্রস গত বছর উন্নয়নশীল দেশের জন্য নয়, বরং নিজ দেশের গরীব মানুষদের জন্য সাহায্যের আহ্বান জানায়৷ আগে এই ধরনের উদ্যোগ দেখা যেত দরিদ্র দেশের মানুষদের জন্য৷ এছাড়া বেকারত্বের শিকার মানুষদের পাশে এসে দাঁড়ানোর জন্য একটি ক্যাম্পেন গড়ে তোলা হয়েছে৷ ‘এখন আর দেরি নয়,' এই নামে চালানো হচ্ছে উদ্যোগটি৷ আগামী দুই বছরের মধ্যে ৩ লক্ষ দারিদ্র্যপীড়িত মানুষকে ৩০ মিলিয়ন ইউরো দিয়ে সাহায্য করা হবে৷ এ জন্য দেশের নানা জায়গায় সাহায্য কেন্দ্র খোলা হয়েছে৷ ‘‘বিষয়টি সমুদ্রে এক ফোটা বারি বিন্দুর মত'', মনে করেন দারিদ্র্য গবেষক ক্রিস্টফ বুটারভেগে৷ এই ধরনের উদ্যোগের মাধ্যমে মানুষকে সাময়িকভাবে সাহায্য করা গেলেও তা সমস্যার কোনো স্থায়ী সমাধান নয়৷ সমস্যার মোকাবিলার জন্য অন্যরকমের এক অর্থনীতি ও সমাজনীতি গড়ে তুলতে হবে৷ ধনী দরিদ্রের ফারাকটাও কমিয়ে আনতে হবে৷