1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক্সিট পোলের ফল, উত্তরপ্রদেশ যোগীর, পাঞ্জাবে আপ

৮ মার্চ ২০২২

পাঁচ রাজ্যের ভোটপর্ব শেষ। এরপরই বুথ ফেরত সমীক্ষার ফল বলছে, উত্তরপ্রদেশে যোগী, পাঞ্জাবে আপ সরকার গড়বে। বাকি তিন রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই।

https://p.dw.com/p/489Br
যোগী আদিত্যনাথ কি আবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হবেন?ছবি: MONEY SHARMA/AFP

উত্তরপ্রদেশে কি রেকর্ড করতে চলেছেন যোগী আদিত্যনাথ? তিনি কি পরপর দুইবার সরকার গঠন করতে চলেছেন? বুথ ফেরত ফলাফল অন্তত তাই বলছে। বিভিন্ন টিভি চ্যানেলে আলাদা আলাদা সংস্থাকে দিয়ে করানো এক্সিট পোলের ফলাফলে আসন পাওয়ার ক্ষেত্রে কমবেশি থাকলেও, তাদের সকলের রায় হলো, উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় আসছে। পাঞ্জাবে আপ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে।

উত্তরাখণ্ডে কেউ বিজেপি-কে, কেউ কংগ্রেসকে এগিয়ে রেখেছে। গোয়া ও মণিপুর নিয়েও একই পূর্বাভাস। এই তিনটি রাজ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলেছে সব কটি সংস্থা।

তবে এটাও ঘটনা, অতীতে দেখা গেছে, বুথ ফেরত সমীক্ষার ফলাফল একেবারেই মেলেনি। তারা যা বলেছে, তার উল্টো ফল হয়েছে। উত্তরপ্রদেশেই গতবার বিজেপি যে তিনশর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে, এমন পূর্বাভাস কেউ করতে পারেনি। ফলে এক্সিট পোলের ফলাফল ঠিক হতেই পারে, আবার তা নাও মিলতে পারে।

উত্তরপ্রদেশের ফলাফল

উত্তরপ্রদেশে ২০২টি আসন জিতলেই সরকার বানানো যাবে।

উত্তরপ্রদেশ নিয়ে টাইমস নাও-ভেটোর এক্সিট পোলের ফল হলো, বিজেপি ২২৫টি আসন পাবে। সমাজবাদী পার্টি বা সপা পাবে ১৫১টি, মায়াবতীর বহুজন সমাজ পার্টি(বসপা) পাবে ১৪টি এবং অন্যরা ১৩টি।

উত্তরপ্রদেশ নির্বাচন: নবাবি লখনৌতে আশি-বিশের অঙ্ক

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা বিজেপি-কে ২৮৮ থেকে ৩২৬টি আসন দিচ্ছে। সপাকে ৭১ থেকে ১০১, বসপা-কে ১৩ থেকে ২১ এবং অন্যান্যকে তিন থেকে ছয়টি আসন দিচ্ছে তারা।

এবিপি-সি ভোটারসের এক্সিট পোলের ফল হলো বিজেপি পেতে পারে ২২৮ থেকে ২৪৪টি আসন। সপা ১৩২ থেকে ১৪৮টি আসন, বসপা ১৩ থেকে ২১ এবং অন্যরা ছয় থেকে আটটি।

টুডেজ চাণক্য বিজেপি-কে দিয়েছে ২৯৪, সপাকে ১০৫, বসপাকে দুই, কংগ্রেসকে এক এবং অন্যান্যকে এক। পি মার্ক বিজেপি-কে দিয়েছে ২৪০, সপাকে ১৪০, বসপাকে ১৭, কংগ্রেসকে চারটি আসন।

অন্য সংস্থার ফলও কমবেশি একইরকম। এনডিটিভি প্রধান কিছু সমীক্ষার ফলকে গড় করে পোল অফ এক্সিট  পোলস করেছে, তাতে বলা হয়েছে বিজেপি পেতে পারে ২৪২টি আসন, সপা ১৪৩, কংগ্রেস চার এবং বসপা ১১টি।

সব এক্সিট পোলের পূর্বাভাস, বিজেপি-ই উত্তরপ্রদেশে ক্ষমতায় আসছে।

নিস্তব্ধ বাবরি মসজিদের বিকল্প জমি

পাঞ্জাবের ফল

পাঞ্জাবে  ইন্ডিয়া টুডে এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল বলছে, কংগ্রেস পাঞ্জাবে পেতে পারে ১৭ থেকে ৩১টি আসন। আপ পেতে পারে ৬০ থেকে ৮৪টি আসন, অকালি দল এবং বিজেপি জোট চার থেকে সাতটি আসন।

টাইমস নাও-ভেটোর মতে, কংগ্রেস ২২, আপ ৭০, অকালি ১৭ ও বিজেপি তিন থেকে সাতটি।

এনডিটিভির পোল অফ পোলস বলছে, আপ ৬৩, কংগ্রেস ২৮, অকালি ১৯ এবং বিজেপি চারটি আসন পেতে পারে।

অন্য তিন রাজ্যে

এনডিটিভির পোল অফ পোলস অনুযায়ী, গোয়ায় বিজেপি ও কংগ্রেস দুই দলই ১৬টি করে আসন পেতে পারে। তৃণমূল পেতে পারে তিনটি এবং অন্যরা পাঁচটি আসন। গোয়ায় সরকার বানাবার জন্য ২১টি আসন জরুরি।

পোল অফ পোলস অনুযায়ী মণিপুরে বিজেপি ৩০, কংগ্রেস জোট ১৩ এবং অন্যরা ১৭টি আসন পেতে পারে। মণিপুরে ৩১টি আসন পেলে সরকার গঠন করা যাবে।

উত্তরাখণ্ডে পোল অফ পোলস বলছে, বিজেপি পেতে পারে ৩৫টি, কংগ্রেস ৩২, আপ একটি এবং অন্যরা দুইটি আসন। সরকার গঠন করতে গেলে ৩৬টি আসন পাওয়া জরুরি।

এই তিনটি রাজ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা এক্সিট পোলে বলা হয়েছে।

জিএইচ/এসজি (পিটিআই, এনডিটিভি)