একুশে আগস্টের হামলা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
২২ আগস্ট ২০১১বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ রোববার বলেছেন, বর্তমান সরকার ২১ আগষ্টের গ্রেনেড হামলার অধিকতর তদন্তের নামে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করছে৷ তারেক রহমানসহ বিএনপির নেতাদের নাম জড়ানো হয়েছে৷ তিনি দাবি করেন, তাদের সময়ে জজ মিয়ার জবানবন্দির মাধ্যমেই প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হয়েছিল৷ আজ এর জবাব দিয়েছেন আওয়ামী লীগ নেতা এবং আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রধান সুরঞ্জিত সেনগুপ্ত এমপি৷ তিনি বলেন, এই মামলায় চার্জশিট হয়েছে৷ তাই রাজনৈতিক বক্তব্য দেয়ার সুযোগ নেই৷ বিএনপিকে যা বলার আদালতে গিয়েই বলতে হবে৷ তিনি বলেন, সামরিক বেসামরিক গোয়েন্দা বাহিনী দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করার মত ঘৃণ্য কাজ বন্ধ করতে হবে৷
অন্যদিকে আইনপ্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ২১শে আগষ্টের গ্রেনেড হামলাসহ রমনা বটমূল, উদীচীর অনুষ্ঠানে বোমাহামলা, সিলেটে শাহজালাল মাজারে ব্রিটিশ হাইকমিশনাররের ওপর হামলা চালিয়েছে জঙ্গিরা৷ আর মুফতি হান্নানসহ জঙ্গিদের লালন পালন করছে হাওয়া ভবন৷ রিমোট কন্ট্রোল ছিল তাদের হাতে, অভিযোগ তাঁর৷
তিনি জানান, এসব হামলার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দেয়া হবে৷ এদিকে ঈদের পর তারেক রহমানসহ পলাতক আসামিদের অনুপস্থিতিতেই ২১ আগষ্টের গ্রেনেড মামলার বিচারকাজ শুরু হবে বলে জানা গেছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক