1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভিডিওর জন্য জব্দ পুলিশ!

৪ ফেব্রুয়ারি ২০১৬

ভারতে রোহিত ভেলমুলারের আত্মহত্যার জের ধরে এখনও চলছে আন্দোলন৷ অব্যাহত রাজনীতির নানা খেলাও৷ কিন্তু এর মধ্যে বিক্ষোভরত ছাত্র-ছাত্রীদের লাঠি চার্জ করায় মহা সমস্যায় পড়েছে পুলিশ প্রশাসন৷ শুধুমাত্র একটা ভিডিওর কারণে৷

https://p.dw.com/p/1HpRu
Indien Studenten Proteste Rohith Vemula
ছবি: picture-alliance/AP Photo/A.Qadri

এমন ঘটনা ভারতে নতুন নয়৷ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংস হয়ে ওঠা, জলকামান, লাঠির ব্যবহার হামেশাই ঘটছে দেশটিতে৷ কিন্তু এবার ঘটনাটি অন্যদিকে মোড় নেয়৷ ঘটনাস্থল থেকে তোলা একটা ভিডিও গোটা পুলিশ প্রসাশনকে দাঁড় করায় একেবারে আসামির কাঠগড়ায়৷

খোদ দিল্লির মুখ্যমন্ত্রী নিরস্ত্র ছাত্র-ছাত্রীর ওপর পুলিশের এমন নির্দয় লাঠিপেটার সমালোচনা করেন৷

গত সপ্তাহান্তের সেই বিক্ষোভ সমাবেশে উপস্থিত এক ফটো সাংবাদিক বিকাশ কুমারও ঘটনাটিকে ‘অমানবিক' হিসেবেই বর্ণনা করেছেন৷ তাঁর কথায়, ‘‘ছাত্র-ছাত্রীরা একটা ছোট্ট দলে বেশ শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ করছিল৷ তাদের কাছে কোনোরকম অস্ত্রও ছিল না৷ তাই পুলিশ ইচ্ছে করলে খুব সহজেই তাদের আয়ত্তে আনতে পারতো৷ কিন্তু তারা তেমনটা না করে সরাসরি ছাত্র-ছাত্রীদের ওপর হামলা করে৷''

প্রসঙ্গ, দলিত মায়ের সন্তান রোহিত ভেলমুলার ছিলেন হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের এক গবেষক৷ সবেমাত্র পিএচডি করছিলেন রোহিত৷

ডিজি/এসিবি

ভিডিওটি দেখলেন? এমন কি বাংলাদেশে হয়? আপনার অভিজ্ঞতা কী বলে? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য