1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক মাসে ১০০ শিশুর মৃত্যু হাসপাতালে

২ জানুয়ারি ২০২০

একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় খবরের শিরোনামে রাজস্থানের কোটার একটি হাসপাতাল৷ হাসপাতাল কর্তৃপক্ষ একে স্বাভাবিক মৃত্যু বলেই দাবি করছেন৷ তবে বিষয়টি নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর৷

https://p.dw.com/p/3VaQn
ছবি: DW/R. Chakraborty

উত্তরপ্রদেশের গোরক্ষপুরের স্মৃতি ফিরে এল রাজস্থানের কোটায়৷ গত এক মাসে কোটার জে কে লোন হাসপাতালে অন্তত ১০০ নবজাতকের মৃত্যু হয়েছে৷ যার মধ্যে বুধবারই মারা গিয়েছে ৯টি শিশু৷ কেন এই মৃত্যু? উত্তর নেই কারও কাছে৷ ২০১৭ সালে ঠিক এ ভাবেই কিছু দিনের মধ্যে অসংখ্য শিশুর মৃত্যু হয়েছিল গোরক্ষপুরে৷ যা নিয়ে রাজনীতিও হয়েছিল বিস্তর৷

কোটার হাসপাতালে গত এক মাস ধরেই একের পর এক শিশুর মৃত্যু হচ্ছে৷ হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, ওজন কম থাকার জন্যই এ ভাবে মৃত্যু হচ্ছে একের পর এক শিশুর৷ এর পিছনে অন্য কোনও কারণ নেই৷ কিন্তু প্রশ্ন উঠছে এক মাসে ১০০টি বাচ্চা স্রেফ ওজন কম থাকার কারণে মারা গেল? একুশ শতকে দাঁড়িয়ে এমনও হয়?

স্থানীয় মানুষের দাবি, ওই হাসপাতালটি বাসের অযোগ্য৷ প্রকাশ্যে শুকর ঘুরে বেড়ায় হাসপাতালের ভিতর৷ এক একটি খাটে চার-পাঁচজন করে রোগীকে ভর্তি করে নেওয়া হয়৷ রোগীর তুলনায় নার্সের সংখ্যা চোখে পড়ার মতো কম৷ ফলে যে সমস্ত শিশুদের ওখানে ভর্তি করা হয়, তারা ঠিক মতো চিকিৎসা পায় না৷ সে কারণেই একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে৷ অথচ প্রশাসন নীরব৷

বিষয়টি নিয়ে রাজনীতিও শুরু হয়ে গিয়েছে যথারীতি৷ বুধবারই বিজেপি সাংসদদের একটি প্রতিনিধি দল দেখতে গিয়েছিল হাসপাতালটি৷ যার মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সাংসদ লকেট চট্টোপাধ্যায়৷ ডয়চে ভেলেকে লকেট জানিয়েছেন, ''হাসপাতালটি বাসের অযোগ্য৷ শিশুদের চিকিৎসার অধিকাংশ যন্ত্রপাতি অকেজো হয়ে পড়ে আছে৷ অথচ কারও কোনও ভ্রূক্ষেপ নেই৷ আমরা মৃত শিশুদের পরিবারের সঙ্গেও কথা বলেছি৷ রিপোর্ট তৈরি করে স্বাস্থ্যমন্ত্রককে দেব৷'' যদিও লকেটের অভিযোগ উড়িয়ে দিয়েছে কংগ্রেস শাসিত রাজস্থান সরকারের স্বাস্থ্য দফতর৷

রাজস্থানে এখন কংগ্রেসের সরকার৷ স্বাভাবিক ভাবেই বিজেপি সুযোগের সদ্ব্যবহার করতে চাইছে৷ ঠিক যে ভাবে গোরক্ষপুরের ঘটনায় বিজেপি সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল কংগ্রেস৷ নাগরিক সমাজের বক্তব্য, একেকটি করে এমন ঘটনা ঘটে, রাজনীতিকরা তার মধ্যেও ভোট খোঁজেন৷ কাজের কাজ কিছু হয় না৷ গোরক্ষপুরের হাসপাতাল যে তিমিরে ছিল, সেই তিমিরেই আছে৷ ঠিক যেমন থেকে যাবে কোটার সরকারি হাসপাতালটি৷ এক বছর আগে বিজেপি আমলেও হাসপাতালটি যে অবস্থায় ছিল, এখন কংগ্রেস আমলেও সেই একই অবস্থায় পড়ে আছে৷

ডয়চে ভেলের দিল্লি প্রতিনিধি স্যমন্তক ঘোষ৷
স্যমন্তক ঘোষ ডয়চে ভেলের দিল্লি প্রতিনিধি৷
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য