1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক থেকে চার বছরের শিশুরা মারা যাচ্ছে পানিতে ডুবে

৩০ মে ২০১২

বাংলাদেশ, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড এমনকি চীন-এ এক থেকে চার বছরের যে সব শিশু মারা যায়, তাদের বেশিরভাগই মারা যায় পানিতে ডুবে৷ ইউনিসেফ’এর ‘দ্য অ্যালায়েন্স ফর সেফ চিলড্রেন’ এক প্রতিবেদনে প্রকাশ করেছে এ তথ্য৷

https://p.dw.com/p/153zr
ছবি: picture alliance/WILDLIFE

এত ছোট শিশুরা কী করে একা একা নদী, হ্রদ বা খালের কাছে পৌঁছায় তা অনেকের কাছেই বোধগম্য নয়৷ তবে জানানো হয় যে, বর্ষাকালে এবং বন্যার সময় এ ধরণের দুর্ঘটনা ঘটে সবচেয়ে বেশি৷

এত ছোট শিশুরা কী করে একা একা নদী, হ্রদ বা খালের কাছে পৌঁছায় - তা অনেকের কাছেই বোধগম্য নয়৷ তবে জানানো হয়েছে যে, বর্ষাকালে এবং বন্যার সময় এ ধরণের দুর্ঘটনা ঘটে সবচেয়ে বেশি৷ ঠিক কত শিশু প্রতিবছর বাংলাদেশে এভাবে মারা যাচ্ছে? এই প্রশ্নের উত্তরে ঢাকাস্থ ‘চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ'-এর প্রকল্প পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বললেন, ‘‘আসলে প্রকৃত পরিসংখ্যান আমাদের হাতে নেই৷ তাই সঠিক সংখ্যা বলতে পারছি না৷ তবে ছোট ছোট শিশুরা যে ডুবে মারা যাচ্ছে - সেটা সত্য৷ কারণ পত্র-পত্রিকায় আমরা সেটা দেখতে পাই৷ তবে সরকারি বা বেসরকারিভাবে কোনো পরিসংখ্যান এখনো প্রকাশ করা হয়নি৷''

মোহাম্মদ সাইফুল ইসলাম আরো জানান যে, এ ধরণে ঘটনা বেশিরভাগ ক্ষেত্রেই গ্রামাঞ্চলে বেশি ঘটে থাকে৷ যেখানে বাড়ির পাশে পুকুর বা নদী রয়েছে৷ একটু অবস্থাসম্পন্ন বাড়িতে, মূল বাড়ির চত্বরেই থাকে নিজস্ব পুকুর বা ঘাট৷ বাড়ির ছোট শিশুটি যদি গুটি গুটি পায়ে সেখানে চলে যায়, তাহলে কেউ দেখে না৷ তাই এক্ষেত্রে সবার আগে বাড়ির অন্যান্য সদস্যদের সচেতন হওয়া উচিৎ৷ বিশেষ করে বাবা-মায়ের সবসময়ই খেয়াল রাখা উচিত যে শিশুটি কোথায়৷  

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য