এক ঘণ্টার বৃষ্টিতে পানির নীচে ঢাকা
মঙ্গলবার মাত্র একঘণ্টার ভারী বৃষ্টিতে তলিয়ে যায় বাংলাদেশের রাজধানী ঢাকার অধিকাংশ রাস্তাঘাট৷ ফলে জনজীবনে নেমে আসে ব্যাপক দুর্ভোগ৷ বিস্তারিত দেখুন ছবিতে৷
হঠাৎ বৃষ্টিতে অচল ঢাকা
বৃষ্টিতে তলিয়ে গেছে ঢাকার নাজিমউদ্দিন রোড৷ ছবিতে এক মহিলা সেই পানির মধ্য দিয়ে ভ্যানে করে নিয়ে যাচ্ছেন এক শিশুকে, সঙ্গে আরো কিছু মালপত্র৷
আটকে গেছে ভ্যান
ঢাকার শহরের রাস্তাঘাটে অধিকাংশ ক্ষেত্রে ম্যানহোলের ঢাকনা থাকে না৷ রাস্তা ভাঙাও থাকে৷ আর সেসব রাস্তা পানিতে তলিয়ে গেলে যানবাহন সহজেই আটকে যায়৷ ছবিতে এক ভ্যান চালক রাস্তায় আটকে যাওয়া ভ্যান ঠেলে সরানোর চেষ্টা করছেন৷
জীবন থেমে নেই
বৃষ্টির পানিতে রাস্তা ডুবে গেলেও থেমে নেই ঢাকাবাসী৷ পানির মাঝেই চলছে তাদের নিত্যদিনের কর্মকাণ্ড৷
ঘরের মধ্যে পানি
এই পরিবারের দুর্দশা চরমে উঠেছে৷ কেননা, বৃষ্টির পানি ঢুকে গেছে বাড়ির মধ্যে৷ ছবিটি তোলা চট্টগ্রাম থেকে৷ ঢাকার মতো চট্টগ্রামের ড্রেনেজ ব্যবস্থাও বেশি দুর্বল৷ ফলে কয়েক ঘণ্টার বৃষ্টিপাতেই সৃষ্টি হয় এমন পরিস্থিতি৷
সিমলার বাড়ি ফেরা
স্কুলে যাওয়ার পথে এত পানি ছিল না রাস্তায়৷ কিন্তু ফিরতে ফিরতে এই অবস্থা৷ ছয় বছর বয়সি সিমলার এই ছবিটি তোলা হয়েছে চট্টগ্রাম থেকে৷
জলবায়ু পরিবর্তনের প্রভাব
চট্টগ্রামে অল্পতেই বন্যার পেছনে জলবায়ু পরিবর্তনকেও দুষছেন অনেকে৷ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেতে থাকলে বাংলাদেশের এই বন্দরনগরীর নীচু অংশ তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে৷