1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক ইসরায়েলি পণবন্দি নিহত, জানালেন বাইডেন

২৯ ডিসেম্বর ২০২৩

৭০ বছরের এক মার্কিন-ক্যানাডিয়ান-ইসরায়েলি নাগরিকের মৃত্যুর খবর জানিয়েছেন বাইডেন। হামাস তাকে পণবন্দি করেছিল।

https://p.dw.com/p/4agLB
গাজা স্ট্রিপে মানুষের দুর্গতি
গাজা ছেড়ে পালানোর চেষ্টায় মানুষছবি: MOHAMMED ABED/AFP/Getty Images

নিহতের নাম জুডিথ ওয়েনস্টেইন। ৭ অক্টোবর তাকে এবং তার ৭৩ বছরের স্বামীকে হামাস ধরেছিল। গত সপ্তাহেই জানা যায়, জুডিথের স্বামীকে হামাস হত্যা করেছে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, জুডিথকেও হত্যা করেছে হামাস। সম্ভবত, ৭ অক্টোবরেই তাকে হত্যা করা হয়। অর্থাৎ, পণবন্দি করার কিছুক্ষণের মধ্যেই তাকে হত্যা করা হয়।

তবে এখনো স্পষ্ট নয়, ঠিক কবে হামাস জুডিথকে হত্যা করেছে। ঠিক যেমন স্পষ্ট নয়, জুডিথের স্বামীকে কবে কোথায় হত্যা করা হয়েছে।হামাস এবিষয়ে কোনো মন্তব্য করেনি। ইসরায়েলের প্রশসানও এবিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

অ্যামেরিকা নিয়মিত হামাসের সঙ্গে পণবন্দি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। দ্রুত যাতে বাকি সমস্ত পণবন্দিকে ছেড়ে দেওয়া হয়, সেই আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত

রাফাহ-র অবস্থা

রেডক্রস-সহ একাধিক মানবাধিকার সংগঠন রাফাহর সীমান্তে কাজ করছে। রাফাহ হলো গাজা এবং মিশরের মধ্যবর্তী এলাকা। সীমান্ত থাকলেও এই এলাকাটি অত্যন্ত সংকীর্ণ। একমাত্র এই একটি রাস্তা দিয়েই গাজায় সমস্ত মানবিক সাহায্য ঢুকছে। রেডক্রসের প্রধান জানিয়েছে, যে পরিমাণ সাহায্য ঢুকছে তা নেহাতই অপ্রতুল। ইসরায়েল এবং হামাসের লড়াইয়ের মাঝে পড়ে লাখ লাখ গাজার মানুষ দক্ষিণ গাজায় রাফাহ সীমান্তের ধারে এসে ভিড় জমিয়েছেন। তাদের থাকার জায়গা নেই। খাওয়ার জল পর্যন্ত নেই। যেটুকু জায়গার মধ্যে এত মানুষ আছেন, তা অপ্রতুল।

এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছেন, গাজায় হাসপাতালগুলি কার্যত চলছে না। ওষুধ পৌঁছাচ্ছে না। খাবার জল পর্যন্ত নেই। ফলে অসুস্থ মানুষ সাধারণ চিকিৎসাটুকু পাচ্ছেন না। আন্তর্জাতিক মঞ্চের কাছে ফের একবার সংঘর্ষ-বিরতির অনুরোধ জানিয়েছেন তিনি।

দুই অস্ট্রেলীয়ের মৃত্যু

বৃহস্পতিবার অস্ট্রেলিয়া জানিয়েছে লেবাননে দুই অস্ট্রলীয় নাগরিকের মৃত্যু হয়েছে। ইসরায়েলের রকেট হামলায় এই মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ইসরায়েল জানিয়েছে, ওই হামলায় এক হেজবোল্লাহ কম্যান্ডারেরও মৃত্যু হয়েছে। তবে দুই অস্ট্রেলিয়ার নাগরিকের মৃত্যু নিয়ে এখনো পর্যন্ত ইসরায়েল কোনো মন্তব্য করেনি। ইসরায়েল জানিয়েছে, লেবানন সীমান্তে একটি গ্রাম টার্গেট করা হয়েছিল। তার মূল কারণ, ওই গ্রামে হেজবোল্লাহ ঘাঁটি তৈরি করেছিল বলে তারা খবর পেয়েছিল।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)