আফগান শরণার্থীকে ফেরত আনবে জার্মানি
১৯ জুলাই ২০১৮অভিবাসন ও শরণার্থী বিষয়ক জার্মানির ফেডারেল অফিস বিএএমএফ বুধবার জানিয়েছে এ তথ্য৷ নসিবু্ল্লাহ নামের সেই শরণার্থীকে আরো ৬৮ আফগান শরণার্থীর সঙ্গে এ মাসের শুরুর দিকে ফেরত পাঠানো হয়েছিল৷ অথচ এই তরুণের আশ্রয়প্রার্থনার আইনি প্রক্রিয়া এখনো চলছে৷ সুরাহা হয়নি৷
তাঁর আবেদনটি প্রাথমিকভাবে গত বছর এপ্রিলে প্রত্যাখ্যাত হয়েছিল৷ এরপর তিনি আপিল করলে তা এখনো জার্মান শহর গ্রিফসভাল্ডের প্রশাসনিক আদালতে ওঠেইনি৷
বিএএমএফ জানিয়েছে যে, নসিবু্ল্লাহর আইনজীবীর সঙ্গে ও কাবুলে জার্মান দূতাবাসের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে৷
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার বুধবার সকালে বলেন, ‘‘এটি বিএএমএফ-এর একটি প্রশাসনিক ভুল৷'' তিনি সর্বদা ‘ন্যায়শাসন নিশ্চিত' করতে চান বলে দাবি করেন৷
গত মাসে সেহোফারের ‘অভিবাসন মহাপরিকল্পনা' নিয়ে ব্যাপক জলঘোলা হয়৷ ম্যার্কেলের আপত্তি সত্ত্বেও তিনি আরো দাবি করেন যে, তাঁর এলাকা বাভারিয়া রাজ্যকে অস্ট্রীয় সীমান্ত দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের ফিরিয়ে দেয়ার ক্ষমতা দিতে হবে৷
এদিকে, নসিবুল্লাহ তাঁর আপিলটি যথাসময়ে করেননি বলে বিএএমএফ প্রথমে দাবি করলেও তাঁর আইনজীবী এই দাবি ভুল প্রমাণ করেন৷ গ্রিফসভাল্ডের প্রশাসনিক আদালতও আগেই আপিল করার বিষয়টি নিশ্চিত করেছে৷
বিএএমএফ এখন বলছে যে, যদি তাদের ফিল্ড অফিস সময়মতো তথ্যগুলো দিয়ে থাকে তাহলে এমন ভুল হওয়ার কথা ছিল না৷
জার্মানি এবারই প্রথম আফগানিস্তান থেকে আশ্রয়প্রার্থীদের ফেরত আনেনি৷ গত ডিসেম্বরেও এমন আরেকটি ঘটনা ঘটেছিল৷ জিগমারিনগেনের প্রশাসনিক আদালত সেই আফগান নাগরিককে ফেরত আনার রায় দিয়েছিল৷ পরে তাঁকে জার্মানিতে স্থায়ীভাবে থাকার সুযোগ দেয়া হয়, কারণ, তিনি আফগানিস্তানে তালিবানদের সঙ্গে লড়াইয়ে জার্মান সেনাবাহিনীকে সহযোগিতা করেছিলেন এবং এর ফলে তাঁর জীবন ঝুঁকিতে পড়ে৷
এর আগে বিএএমএফ অফিসের বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অবৈধভাবে আশ্রয়ের আবেদন গ্রহণ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ ওঠে৷
জেডএ/এসিবি (ডিপিএ, এএফপি)