এই সময়ের দুনিয়াদারি
বিশ্বের বিভিন্ন দেশে করোনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমছে, ফলে কড়াকড়ি শিথিল করা হয়েছে৷ কিন্তু যুক্তরাষ্ট্রে প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যু বাড়ছে৷ এর মধ্যে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ সমাবেশ চলছে বিভিন্ন রাজ্যে৷
বর্ণবিদ্বেষবিরোধী আন্দোলন
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত (১৫ জুন) ২১ লাখ ৬০ হাজার মানুষ করোনা আক্রান্ত৷ মারা গেছে এক লাখ ১৮ হাজার৷ কিন্তু এরপরও কড়াকড়ি শিথিল করা হয়েছে৷ এর মধ্যে জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় বর্ণবাদ বিরোধী আন্দোলন চলছে রাজ্যে রাজ্যে৷
ব্রুকলিনে এলজিবিটির সমাবেশ
নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে ১৪ জুন সমাবেশ করেছিলেন এলজিবিটি মানে সমকামী, উভকামী ও ট্রান্সজেন্ডারেরা৷ তাদের শ্লোগান ছিলো ‘ব্ল্যাক ট্রান্স লাইভস ম্যাটার’৷ কোনো কালো মানুষই যাতে বর্ণবিদ্বেষের শিকার না হয় সেজন্য এই প্রতিবাদ সমাবেশ৷
লস অ্যাঞ্জেলেসে মার্চ
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে এলজিবিটি গোষ্ঠী ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ মার্চের আয়োজন করে৷ যেখানে অংশ নেয় হাজারো মানুষ৷ যথারীতি এখানে সামাজিক দূরত্বের বালাই নেই৷
মাস্কের বালাই নেই
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির কাছে ইস্ট ভিলেজ এলাকায় করোনা ভাইরাস সংক্রমণের পর প্রথমবারের মত ‘বার’ খুলেছে৷ আর খোলার সাথে সাথে গলা ভেজাতে সেখানে ছুটেছেন অনেক মানুষ৷ ছবিতে দেখা যাচ্ছে সামাজিক দূরত্ব বা মাস্কের কোন তোয়াক্কা করছেন না কেউ৷
গোসল করতে সাবধানতা
তুরস্কের ইস্তান্বুলে ঐতিহাসিক সেমবেরলিটাস হাম্মামে টার্কিশ বাথ নিচ্ছেন এক ব্যক্তি৷ আশপাশে আর কেউ না থাকলেও মাস্ক পরে শুয়ে আছেন তিনি৷
নেই সামাজিক দূরত্ব
লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটে নাইকি টাউন খোলার পর এভাবেই হুড়োহুড়ি করে ভেতরে ঢোকার চেষ্টা করছেন ক্রেতারা৷
গণপরিবহণ
মেক্সিকোতেও গণপরিবহণ এবং গাড়ি চলাচলের ক্ষেত্রে তুলে নেয়া হয়েছে কড়াকড়ি৷ সাবওয়ে স্টেশনে মাস্ক পরে চলাফেরা করছে সবাই৷
চিড়িয়াখানা
ব্রিটেনে চেস্টার চিড়িয়াখানা খোলার পর শিশুদের নিয়ে সেখানে গেছেন অনেক বাবা-মা৷ কিন্তু কারো মুখেই নেই মাস্ক৷
ফিজিওথেরাপিতে পিপিই
ব্রিটিনের নর্থউইচে ফিজিওথেরাপিস্টরা করোনার পরে আবারও তাদের কাজ শুরু করেছেন৷ রোগী এবং থেরাপিস্ট দু’জনেই পিপিই পোশাক পরেছেন থেরাপির সময়৷
স্কুলে প্রতিরক্ষা
জর্ডানে শিথিল করা হয়েছে কড়াকড়ি৷ স্কুল খুলেছে৷ শিক্ষকরা প্রতিরোধক স্যুট ও মাস্ক পড়ে ক্লাস নিচ্ছেন৷
খুলেছে ক্যাসিনো
নেভাদা’র লাস ভেগাসে ১৬ মার্চ থেকে ক্যাসিনো হোটেল সব বন্ধ ছিলো৷ ১২ জুন সব খোলার পর ক্যাসিনোতে আসতে শুরু করেছেন অনেকে৷ তবে সামাজিক দূরত্ব মেনে তারা জুয়া খেলছেন৷
নতুন নিয়ম
ইসরায়েলের তেল আভিভে নতুন কিছু নিয়ম জারি করে গত মাসে কড়াকড়ি শিথিল করা হয়েছে৷ ছবিতে একদল মানুষ নির্বাক ডিস্কোতে অংশ নিচ্ছে৷ এর মাঝ দিয়ে কুকুর নিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি৷
তাপমাত্রা পরিমাপ
ব্রাজিলের সাও পাওলোতে জনপ্রিয় একটি শপিং মলে ঢোকার আগে লম্বা লাইনে অপেক্ষা করতে হচ্ছে৷ কারণ প্রত্যেকের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে৷ গত সপ্তাহে ব্রাজিলে কোয়ারান্টিনের পর প্রথম দোকান-পাট খুলেছে৷
জীবানুনাশকের ব্যবহার
জর্ডানের আম্মানে চলতি সপ্তাহে কড়াকড়ি তুলে নেয়ার পর রেস্তোরাঁ খুলেছে৷ তবে সব জায়গায় ছিটানো হচ্ছে জীবানুনাশক৷