ইন্টারনেট দুনিয়ার নায়ক
৩০ জানুয়ারি ২০১৭যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পরও তাঁর বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ চলছে৷ গত ২১ আগস্ট ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও শুরু করেছিল বিক্ষোভ৷ কিন্তু শুরুতেই বাধা৷ এক তরুণ এসে এমন কথা বললেন যে সবাই একদম চুপ৷ তরুণটি ট্রাম্পের সমর্থক হিসেবে কিছু বলেননি৷ তাই বিক্ষোভকারীরা বিনা বাক্যব্যয়ে চলে যায় ওই স্থান ছেড়ে৷
আসলে বিক্ষোভটা চলছিল ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে৷ লাইব্রেরি তো আর মিছিল-মিটিংয়ের জায়গা নয়৷ সেখানে মিছিল-মিটিং করলে যারা বই পড়তে যায়, তাদের সমস্যা হয়৷ সেই তরুণও নিশ্চয়ই পড়ছিলেন৷ তাই বিক্ষোভকারীরা যখন জ্বালাময়ী স্লোগানে ব্যস্ত, তখনই গটমট করে সেখানে হাজির সেই তরুণ৷ এসে শুধু বললেন, ‘‘হেই, হেই, হেই, হেই দিস ইজ লাইব্রেরি৷'' বলেই হন হন করে হেঁটে আবার চলেও গেলেন৷
তাঁর এই অভিভাবকসুলভ মন্তব্য এবং বিক্ষোভকারীদের সুবোধ বালক-বালিকার মতো লাইব্রেরি ছেড়ে যাওয়ার এই ভিডিও এখন ভাইরাল৷ গত কয়েক দিনে ইউটিউবে ভিডিওটি প্রায় ছয় লক্ষবার দেখা হয়েছে৷
অনেক খবরে সেই তরুণকে বলা হচ্ছে ‘নায়ক', ইউটিউব ভিডিওতেও ব্যবহার করা হচ্ছে এই উপমা৷
এসিবি/ডিজি
বন্ধু, ভিডিও-টি দেখলেন? কেমন লাগলো জানাতে ভুবেন না৷ তাই লিখুন নীচের ঘরে৷